Nitu Ghanghas: বিফলে যায়নি বাবার আত্মত্যাগ, সোনা জিতে গর্বিত করলেন নীতু
একটা সোনার পদকের জন্য কতটা পথ পাড়ি দিতে হয়? উত্তরে হয়তো বলবেন, কঠিন পরিশ্রম আর অধ্যাবসায়। নাহ্, শুধু একটুই যথেষ্ট নীতু গংঘাসের জন্য। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী বক্সার পরিবারের সমর্থন, চূড়ান্ত আত্মত্যাগ ছাড়া কি স্বর্ণালী ইতিহাস কি লিখতে পারতেন?
Most Read Stories