CWG 2022: দুই বন্ধুর সাফল্যের সফর

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পুরুষদের ট্রিপল জাম্প থেকে ভারতকে জোড়া পদক এনে দিয়েছেন এলডোস পল ও আবদুল্লা আবুবাকের। এই প্রথম বার কমনওয়েলথে পুরুষদের ট্রিপল জাম্পে সোনা ও রুপো দুটোই এসেছে ভারতে। তাও আবার দুই বন্ধুর হাত ধরে। অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেন ভারতের আর এক ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রাভাল।

| Edited By: | Updated on: Aug 08, 2022 | 7:45 AM
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পুরুষদের ট্রিপল জাম্প থেকে ভারতকে জোড়া পদক এনে দিয়েছেন এলডোস পল (Eldhose Paul) ও আবদুল্লা আবুবাকের (Abdulla Aboobacker)। এই প্রথম বার কমনওয়েলথে পুরুষদের ট্রিপল জাম্পে সোনা ও রুপো দুটোই এসেছে ভারতে। তাও আবার দুই বন্ধুর হাত ধরে। (ছবি-টুইটার)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পুরুষদের ট্রিপল জাম্প থেকে ভারতকে জোড়া পদক এনে দিয়েছেন এলডোস পল (Eldhose Paul) ও আবদুল্লা আবুবাকের (Abdulla Aboobacker)। এই প্রথম বার কমনওয়েলথে পুরুষদের ট্রিপল জাম্পে সোনা ও রুপো দুটোই এসেছে ভারতে। তাও আবার দুই বন্ধুর হাত ধরে। (ছবি-টুইটার)

1 / 6
কমনওয়েলথ গেমসে পুরুষদের ট্রিপল জাম্প থেকে একসঙ্গে সোনা ও রুপো এনে দিয়ে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন এলডোস পল ও আবদুল্লা আবুবাকের। এই মাল্টি স্পোর্টস ইভেন্টে একে অপরের প্রতিপক্ষ থাকলেও এই দুই জন আসলে একে অপরের ভালো বন্ধু। (ছবি-টুইটার)

কমনওয়েলথ গেমসে পুরুষদের ট্রিপল জাম্প থেকে একসঙ্গে সোনা ও রুপো এনে দিয়ে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন এলডোস পল ও আবদুল্লা আবুবাকের। এই মাল্টি স্পোর্টস ইভেন্টে একে অপরের প্রতিপক্ষ থাকলেও এই দুই জন আসলে একে অপরের ভালো বন্ধু। (ছবি-টুইটার)

2 / 6
এলডোস পল ও আবদুল্লা আবুবাকের ভারতের এই দুইজন ট্রিপল জাম্পার ট্রেনিং নেন এক কোচের কাছেই। তাঁদের কোচ হলেন এম হরিকৃষ্ণন। দুই বন্ধু ট্রেনিং নেওয়ার সময় একই হস্টেলেও থাকতেন। (ছবি-টুইটার)

এলডোস পল ও আবদুল্লা আবুবাকের ভারতের এই দুইজন ট্রিপল জাম্পার ট্রেনিং নেন এক কোচের কাছেই। তাঁদের কোচ হলেন এম হরিকৃষ্ণন। দুই বন্ধু ট্রেনিং নেওয়ার সময় একই হস্টেলেও থাকতেন। (ছবি-টুইটার)

3 / 6
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পরই শিরোনামে উঠে এসেছিলেন এলডোস পল। দেশের প্রথম ট্রিপল জাম্পার হিসেবে বিশ্ব মিটের ফাইনালে উঠে ইতিহাস গড়ে ফেলেন তিনি। এলডোস ট্রিপল জাম্পে মনোনিবেশ করার পাশাপাশি ভারতীয় নেভিতে কাজ করেন। (ছবি-টুইটার)

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পরই শিরোনামে উঠে এসেছিলেন এলডোস পল। দেশের প্রথম ট্রিপল জাম্পার হিসেবে বিশ্ব মিটের ফাইনালে উঠে ইতিহাস গড়ে ফেলেন তিনি। এলডোস ট্রিপল জাম্পে মনোনিবেশ করার পাশাপাশি ভারতীয় নেভিতে কাজ করেন। (ছবি-টুইটার)

4 / 6
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পুরুষদের ট্রিপল জাম্পের ফাইনালে এলডোস পলকে রীতিমতো টেক্কা দিচ্ছিলেন আবদুল্লা আবুবাকের। পঞ্চম প্রয়াসে তিনি শেষ করেন ১৭.০২ মিটারে। আর এলঢোস নিজের তৃতীয় প্রচেষ্টায় ব্যক্তিগত সেরা ১৭.০৩ মিটার লাফ দেন এবং সোনা জিতে নেন। (ছবি-টুইটার)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পুরুষদের ট্রিপল জাম্পের ফাইনালে এলডোস পলকে রীতিমতো টেক্কা দিচ্ছিলেন আবদুল্লা আবুবাকের। পঞ্চম প্রয়াসে তিনি শেষ করেন ১৭.০২ মিটারে। আর এলঢোস নিজের তৃতীয় প্রচেষ্টায় ব্যক্তিগত সেরা ১৭.০৩ মিটার লাফ দেন এবং সোনা জিতে নেন। (ছবি-টুইটার)

5 / 6
ভারতের ঝুলিতে এ বারের কমনওয়েলথ গেমসে ট্রিপল জাম্প থেকে তিনটি পদকই আসত ভারতের ঝুলিতে। অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেন ভারতের আর এক ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রাভাল। ১৬.৮৯ মিটারে শেষ করেন প্রবীণ। (ছবি-টুইটার)

ভারতের ঝুলিতে এ বারের কমনওয়েলথ গেমসে ট্রিপল জাম্প থেকে তিনটি পদকই আসত ভারতের ঝুলিতে। অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেন ভারতের আর এক ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রাভাল। ১৬.৮৯ মিটারে শেষ করেন প্রবীণ। (ছবি-টুইটার)

6 / 6
Follow Us: