CWG 2022: দুই বন্ধুর সাফল্যের সফর
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পুরুষদের ট্রিপল জাম্প থেকে ভারতকে জোড়া পদক এনে দিয়েছেন এলডোস পল ও আবদুল্লা আবুবাকের। এই প্রথম বার কমনওয়েলথে পুরুষদের ট্রিপল জাম্পে সোনা ও রুপো দুটোই এসেছে ভারতে। তাও আবার দুই বন্ধুর হাত ধরে। অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেন ভারতের আর এক ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রাভাল।
Most Read Stories