CWG 2022: হাড্ডাহাড্ডি লড়েও রুপোতেই সন্তুষ্ট হতে হল শরথকমল-সাথিয়ান জুটিকে
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে টেবল টেনিসে পুরুষদের দলগত ইভেন্টে আগেই ভারত সোনা জিতেছিল। এরপর দশম দিনে টিটিতে পুরুষদের ডাবলসেও সোনার সুযোগ ছিল ভারতের অচিন্ত্য শরথকমল-সাথিয়ান গণশেখরন জুটির কাছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও রুপোতেই সন্তুষ্ট হতে হয়েছে শরথকমল-সাথিয়ান জুটিকে।
Most Read Stories