CWG 2022: চোটে সোনা হাতছাড়া, সারগর কেমন আছেন, সংকেত দিলেন চানু
বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমস থেকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন সংকেত সারগর। পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন তিনি। অল্পের জন্য সোনা হাত থেকে ফস্কে গিয়েছিল তাঁর। আসলে, ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১৪১ কেজি তুলতে গিয়ে ডান হাতের কুনুইয়ে চোট পান সংকেত। এখন কেমন আছেন সংকেত? সেই খবর জানালেন ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাঈ চানু।
Most Read Stories