El Clasico: রাফিনহার গোলে বার্সার জয়, উত্তেজনার পারদ চড়ল এল ক্লাসিকোয়
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আজ, রবিবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দীদের এল ক্লাসিকো দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। নতুন মরসুম শুরু করার আগে বার্সা যে ভোল বদলে ফেলেছে রবার্ট লেওয়ানডস্কি, রাফিনহাদের পেয়ে, তার প্রমাণ আজকের ম্যাচ। রিয়ালের বিরুদ্ধে রাফিনহার একমাত্র গোলেই শেষ হাসি ফোটে কাতালান ক্লাবের সদস্যদের মুখে।
Most Read Stories