El Clasico: রাফিনহার গোলে বার্সার জয়, উত্তেজনার পারদ চড়ল এল ক্লাসিকোয়

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আজ, রবিবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দীদের এল ক্লাসিকো দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। নতুন মরসুম শুরু করার আগে বার্সা যে ভোল বদলে ফেলেছে রবার্ট লেওয়ানডস্কি, রাফিনহাদের পেয়ে, তার প্রমাণ আজকের ম্যাচ। রিয়ালের বিরুদ্ধে রাফিনহার একমাত্র গোলেই শেষ হাসি ফোটে কাতালান ক্লাবের সদস্যদের মুখে।

| Edited By: | Updated on: Jul 24, 2022 | 4:20 PM
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আজ, রবিবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা (Barcelona) ও রিয়াল মাদ্রিদ (Real Madrid)। স্প্যানিশ লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দীদের এল ক্লাসিকো (El Clasico) দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। নতুন মরসুম শুরু করার আগে বার্সা যে ভোল বদলে ফেলেছে রবার্ট লেওয়ানডস্কি, রাফিনহাদের পেয়ে, তার প্রমাণ আজকের ম্যাচ। রিয়ালের বিরুদ্ধে রাফিনহার একমাত্র গোলেই শেষ হাসি ফোটে কাতালান ক্লাবের সদস্যদের মুখে। (ছবি-টুইটার)

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আজ, রবিবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা (Barcelona) ও রিয়াল মাদ্রিদ (Real Madrid)। স্প্যানিশ লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দীদের এল ক্লাসিকো (El Clasico) দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। নতুন মরসুম শুরু করার আগে বার্সা যে ভোল বদলে ফেলেছে রবার্ট লেওয়ানডস্কি, রাফিনহাদের পেয়ে, তার প্রমাণ আজকের ম্যাচ। রিয়ালের বিরুদ্ধে রাফিনহার একমাত্র গোলেই শেষ হাসি ফোটে কাতালান ক্লাবের সদস্যদের মুখে। (ছবি-টুইটার)

1 / 5
সুপার সানডের মেগা ম্যাচের ২৭ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। (ছবি-গোল টুইটার)

সুপার সানডের মেগা ম্যাচের ২৭ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। (ছবি-গোল টুইটার)

2 / 5
পোলিশ সুপারস্টার আজ বার্সার জার্সি গায়ে চাপিয়ে প্রথম ম্যাচে খেললেন। তবে গোলদর্শন হয়নি পোল্যান্ডের গোলমেশিনের। (ছবি-বার্সেলোনা টুইটার)

পোলিশ সুপারস্টার আজ বার্সার জার্সি গায়ে চাপিয়ে প্রথম ম্যাচে খেললেন। তবে গোলদর্শন হয়নি পোল্যান্ডের গোলমেশিনের। (ছবি-বার্সেলোনা টুইটার)

3 / 5
পুরো ম্যাচ জুড়ে একাধিকবার চেষ্টা করেও সমতা ফেরাতে পারেননি লুকা মদ্রিচরা। আজ করিম বেঞ্জেমাকে ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

পুরো ম্যাচ জুড়ে একাধিকবার চেষ্টা করেও সমতা ফেরাতে পারেননি লুকা মদ্রিচরা। আজ করিম বেঞ্জেমাকে ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

4 / 5
এল ক্লাসিকো হলে ফ্রেন্ডলি ম্যাচ যে থাকে না তার প্রমাণ পাওয়া গিয়েছে আগেও। আজও সেই ছবিই দেখা গেল। বার্সা ও রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ম্যাচ চলাকালীন হাতাহাতিতে লেগে পড়েন। (ছবি-টুইটার)

এল ক্লাসিকো হলে ফ্রেন্ডলি ম্যাচ যে থাকে না তার প্রমাণ পাওয়া গিয়েছে আগেও। আজও সেই ছবিই দেখা গেল। বার্সা ও রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ম্যাচ চলাকালীন হাতাহাতিতে লেগে পড়েন। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: