চেক ক্লাব ভিক্টোরিয়া প্লজেনের বিরুদ্ধে গোল উৎসব বায়ার্ন মিউনিখের। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্লজেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান জায়ান্টরা।(ছবি:টুইটার)
জোড়া গোল করেছেন লেরয় সানে। বাকি তিনটি গোল সাদিও মানে, সার্জ ন্যাব্রি ও এরিক চোপো মোটিংয়ের।(ছবি:টুইটার)
আলিয়াঞ্জ এরিনায় ম্যাচের ২১ মিনিটের মধ্যেই প্লজেনের জালে তিনবার বল জড়ায় বায়ার্ন। ৭ মিনিটে প্রথম গোল সানের। লেওন গোরেৎস্কার পাস থেকে পরের গোলটি ন্যাব্রির। প্রথমার্ধের তৃতীয় গোলটি মানের।(ছবি:টুইটার)
ম্যাচের ৫০ মিনিটে মানের পাস থেকে চতুর্থ গোলটি করেন লেরয় সানে। ৫৯ মিনিটে শেষ গোলটি মোটিয়ের। প্রথম থেকেই কোণঠাসা প্লজেন একটিও গোল শোধ করতে পারেনি।(ছবি:টুইটার)
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ অপরাজিত থাকার নয়া রেকর্ড বায়ার্নের। আগে যা ছিল রিয়াল মাদ্রিদের ঝুলিতে। ইন্টার মিলানের পর বার্সেলোনা ও প্লজেন- পরপর তিন ম্যাচে জয় জার্মান চ্যাম্পিয়নদের। (ছবি:টুইটার)