National Darts Championship: জাতীয় ডার্টস চ্যাম্পিয়নশিপে জয়জয়কার বাংলার আর্যবীরের

১৫ থেকে ১৭ সেপ্টেম্বর গোয়ায় বসেছিল জাতীয় ডার্টস চ্যাম্পিয়নশিপ। তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দেশের ৭০ জনের বেশি ডার্ট খেলোয়াড়। প্রতিযোগিতায় হইচই ফেলে দিয়েছে ১২ বছরের কলকাতার বাসিন্দা আর্যবীর চোখানি।

| Edited By: | Updated on: Sep 22, 2022 | 7:45 AM
১৫ থেকে ১৭ সেপ্টেম্বর গোয়ায় বসেছিল জাতীয় ডার্টস চ্যাম্পিয়নশিপ। তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দেশের ৭০ জনের বেশি ডার্ট খেলোয়াড়। প্রতিযোগিতায় হইচই ফেলে দিয়েছে ১২ বছরের কলকাতার বাসিন্দা আর্যবীর চোখানি।(ছবি নিজস্ব)

১৫ থেকে ১৭ সেপ্টেম্বর গোয়ায় বসেছিল জাতীয় ডার্টস চ্যাম্পিয়নশিপ। তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দেশের ৭০ জনের বেশি ডার্ট খেলোয়াড়। প্রতিযোগিতায় হইচই ফেলে দিয়েছে ১২ বছরের কলকাতার বাসিন্দা আর্যবীর চোখানি।(ছবি নিজস্ব)

1 / 6
মোট চারটে বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর্যবীর। প্রতিটিতেই সাফল্য পেয়েছে সে। ট্রফি নিয়ে এসেছে কলকাতায়।(ছবি নিজস্ব)

মোট চারটে বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর্যবীর। প্রতিটিতেই সাফল্য পেয়েছে সে। ট্রফি নিয়ে এসেছে কলকাতায়।(ছবি নিজস্ব)

2 / 6
ছেলেদের সিঙ্গলস, ইয়ুথ বয়েজ, ছেলেদের ডাবলস এবং মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে আর্যবীর।(ছবি নিজস্ব)

ছেলেদের সিঙ্গলস, ইয়ুথ বয়েজ, ছেলেদের ডাবলস এবং মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে আর্যবীর।(ছবি নিজস্ব)

3 / 6
সিঙ্গলস ও ইয়ুথ বয়েজের ফাইনালে উত্তরপ্রদেশের আরিয়ান সাহুকে যথাক্রমে ৪:০ এবং ৩:০ ব্যবধানে হারিয়ে দেয় বাংলার প্রতিনিধি আর্যবীর।(ছবি নিজস্ব)

সিঙ্গলস ও ইয়ুথ বয়েজের ফাইনালে উত্তরপ্রদেশের আরিয়ান সাহুকে যথাক্রমে ৪:০ এবং ৩:০ ব্যবধানে হারিয়ে দেয় বাংলার প্রতিনিধি আর্যবীর।(ছবি নিজস্ব)

4 / 6
ডাবলসে আর্যবীর জুটি বেঁধেছিল বাংলার অপর প্রতিযোগী ক্লিন্টন খান্নার সঙ্গে। ছত্তিশগড়ের জুটিকে ৩:২ ব্যবধানে দেয় বাংলার জুটি।(ছবি নিজস্ব)

ডাবলসে আর্যবীর জুটি বেঁধেছিল বাংলার অপর প্রতিযোগী ক্লিন্টন খান্নার সঙ্গে। ছত্তিশগড়ের জুটিকে ৩:২ ব্যবধানে দেয় বাংলার জুটি।(ছবি নিজস্ব)

5 / 6
টুর্নামেন্টে সর্বোচ্চ ১৮০ স্কোর গড়েছে। বর্তমানে মেনস এবং ইয়ুথ বয়েজ ক্যাটাগরিতে দেশের ১ নম্বর ডার্টস খেলোয়াড়। এই টুর্নামেন্টের জয়ীরা এশিয়া প্যাসিফিক ডার্টস টুর্নামেন্ট এবং আগামী বছর ডার্টস বিশ্বকাপের অংশ নিতে পারবে। (ছবি নিজস্ব)

টুর্নামেন্টে সর্বোচ্চ ১৮০ স্কোর গড়েছে। বর্তমানে মেনস এবং ইয়ুথ বয়েজ ক্যাটাগরিতে দেশের ১ নম্বর ডার্টস খেলোয়াড়। এই টুর্নামেন্টের জয়ীরা এশিয়া প্যাসিফিক ডার্টস টুর্নামেন্ট এবং আগামী বছর ডার্টস বিশ্বকাপের অংশ নিতে পারবে। (ছবি নিজস্ব)

6 / 6
Follow Us: