T20 World Cup 2022: ক্যাচ মিস, ম্যাচ মিস! সুপার টুয়েলভের সেরা কিছু ক্যাচ…

ক্যাচ মিস, ম্যাচ মিস। অতি পরিচিত লাইন। কিছুক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও, অনেক ক্ষেত্রেই এটি ধ্রুব সত্য। ক্যাচ মিস খেলারই অংশ। তা নিয়ে যেমন সমালোচনা হয়, তেমনই দর্শনীয় কিছু ক্যাচ নিয়ে আলোচনা চলে অন্তহীন। এ বারের বিশ্বকাপে (T20 World Cup 2022) ইতিমধ্যেই এমন কিছু ক্যাচ প্রত্যক্ষ করেছে ক্রিকেট বিশ্ব। সুপার ১২-র সেরা কিছু ক্যাচের মুহূর্ত তুলে ধরল TV9Bangla।

| Edited By: | Updated on: Nov 08, 2022 | 9:30 AM
শুধুমাত্র কঠিন বলেই নয়, ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে অনবদ্য একটা ক্যাচ নেন নেদারল্যান্ডসের রোলেফ ভ্যান ডার মারওয়ে (Roelof van der Merwe)। বিধ্বংসী ডেভিড মিলারকে ফেরান তিনি। নেদারল্যান্ডস ম্যাচ জেতে এবং দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ থেকেই ছিটকে যায়। (ছবি : আইসিসি স্ক্রিনগ্র্যাব)

শুধুমাত্র কঠিন বলেই নয়, ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে অনবদ্য একটা ক্যাচ নেন নেদারল্যান্ডসের রোলেফ ভ্যান ডার মারওয়ে (Roelof van der Merwe)। বিধ্বংসী ডেভিড মিলারকে ফেরান তিনি। নেদারল্যান্ডস ম্যাচ জেতে এবং দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ থেকেই ছিটকে যায়। (ছবি : আইসিসি স্ক্রিনগ্র্যাব)

1 / 6
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। বাউন্ডারি লাইনে স্পট জাম্পে অনবদ্য একটা ক্য়াচ নেন প্রোটিয়া ব্যাটার রাইলি রোসো (Rilee Rossouw)। (ছবি : আইসিসি স্ক্রিনগ্র্যাব)

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। বাউন্ডারি লাইনে স্পট জাম্পে অনবদ্য একটা ক্য়াচ নেন প্রোটিয়া ব্যাটার রাইলি রোসো (Rilee Rossouw)। (ছবি : আইসিসি স্ক্রিনগ্র্যাব)

2 / 6
ভারতের কাছে ম্যাচ হারলেও অনবদ্য একটা ক্যাচ নেন জিম্বাবোয়ের রায়ান বার্ল (Ryan Burl)। ঋষভ পন্থের শট, বাউন্ডারি লাইনে অনেকটা দৌড়, তারপর ডাইভ। ক্যাচ নিয়ে বিপজ্জনক ভাবে পড়লেও বল হাতছাড়া করেননি বার্ল। (ছবি : আইসিসি স্ক্রিনগ্র্যাব)

ভারতের কাছে ম্যাচ হারলেও অনবদ্য একটা ক্যাচ নেন জিম্বাবোয়ের রায়ান বার্ল (Ryan Burl)। ঋষভ পন্থের শট, বাউন্ডারি লাইনে অনেকটা দৌড়, তারপর ডাইভ। ক্যাচ নিয়ে বিপজ্জনক ভাবে পড়লেও বল হাতছাড়া করেননি বার্ল। (ছবি : আইসিসি স্ক্রিনগ্র্যাব)

3 / 6
সুপার টুয়েলভের সেরার সেরা বলা যেতে পারে কিউয়ি অলরাউন্ডার গ্লেন ফিলিপসের (Glenn Phillips) ক্যাচকে। অজি তারকা মার্কাস স্টইনিসকে ফেরান ফিলিপস। (ছবি : আইসিসি স্ক্রিনগ্র্যাব)

সুপার টুয়েলভের সেরার সেরা বলা যেতে পারে কিউয়ি অলরাউন্ডার গ্লেন ফিলিপসের (Glenn Phillips) ক্যাচকে। অজি তারকা মার্কাস স্টইনিসকে ফেরান ফিলিপস। (ছবি : আইসিসি স্ক্রিনগ্র্যাব)

4 / 6
আফগান ক্রিকেটার রশিদ খানের (Rashid Khan) বোলিং লা-জবাব। ব্যাটিংয়েও বিনোদন দেন। ফিল্ডিংয়েও কম যান না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্যাট কামিন্সের অনবদ্য একটা ক্যাচ নেন রশিদ খান। (ছবি : আইসিসি স্ক্রিনগ্র্যাব)

আফগান ক্রিকেটার রশিদ খানের (Rashid Khan) বোলিং লা-জবাব। ব্যাটিংয়েও বিনোদন দেন। ফিল্ডিংয়েও কম যান না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্যাট কামিন্সের অনবদ্য একটা ক্যাচ নেন রশিদ খান। (ছবি : আইসিসি স্ক্রিনগ্র্যাব)

5 / 6
শুধু কি ক্রিকেটাররাই মাঠে ভাল ক্যাচ নিতে পারেন! গ্যালারির ক্যাচও অনেক সময় নজর কাড়ে। তেমনই একটা ক্যাচ দেখা গিয়েছে নেদারল্যান্ডস ম্যাচ। ডাচ ব্যাটসম্যান কলিন অ্যাকারম্যান বিশাল ছয় মারেন। স্ট্যান্ডে এক হাতে অতি সহজেই ক্যাচ নেন! চক্ষু ছানাবড়া করে দেওয়ার মতোই ক্যাচ। (ছবি : আইসিসি স্ক্রিনগ্র্যাব)

শুধু কি ক্রিকেটাররাই মাঠে ভাল ক্যাচ নিতে পারেন! গ্যালারির ক্যাচও অনেক সময় নজর কাড়ে। তেমনই একটা ক্যাচ দেখা গিয়েছে নেদারল্যান্ডস ম্যাচ। ডাচ ব্যাটসম্যান কলিন অ্যাকারম্যান বিশাল ছয় মারেন। স্ট্যান্ডে এক হাতে অতি সহজেই ক্যাচ নেন! চক্ষু ছানাবড়া করে দেওয়ার মতোই ক্যাচ। (ছবি : আইসিসি স্ক্রিনগ্র্যাব)

6 / 6
Follow Us: