জুলাই মাসে একাধিক সংস্থার একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতে। তাদের মধ্যে বেশ কয়েকটি ৫জি মডেলও রয়েছে। এই তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি ফোন। এই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের একটি Sony IMX766 প্রাইমারি সেনসর রয়েছে। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের টপ মডেলের দাম ৩৪,৯৯৯ টাকা। Blue Haze, Gray Sierra, Green Wood— এই তিনটি রঙে ভারতে পাওয়া যাবে ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি ফোন।