Biggest Foods In The World: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা ৭টি বৃহদাকার বিস্ময় জাগানো খাবার, দেখুন ছবিতে…

ভোজনরসিকের কাছে খাদ্যের আকার অবশ্যই গুরুত্ব রাখে। বিশেষ করে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এ জায়গা করে নেওয়া জাম্বো সাইজের স্ট্রবেরি, কাপ কেক, চিজকেক ঠিক কতখানি বড় হতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন।

| Edited By: | Updated on: Feb 20, 2022 | 11:42 PM
আপনি যদি ভোজনবিলাসী হন, তাহলে আপনার অবশ্যই খাবারের আইটেমগুলোয় নজর রাখা উচিত।

আপনি যদি ভোজনবিলাসী হন, তাহলে আপনার অবশ্যই খাবারের আইটেমগুলোয় নজর রাখা উচিত।

1 / 8
স্ট্রবেরি- ইজরায়েলের কোডিমা-জোরান এলাকার বাসিন্দা এরিয়েল ছাহি। তিনি ফলিয়েছেন এক দৈত্যাকার স্ট্রবেরি। ফলটির ওজন ২৩৯ গ্রাম। ১৮ সেমি লম্বা, ৪ সেমি পুরু এবং ৩৪ সেমি পরিধির ফলটিই এখনও পর্যন্ত বৃহৎ স্ট্রবেরির তকমা ধারণ করেছে।

স্ট্রবেরি- ইজরায়েলের কোডিমা-জোরান এলাকার বাসিন্দা এরিয়েল ছাহি। তিনি ফলিয়েছেন এক দৈত্যাকার স্ট্রবেরি। ফলটির ওজন ২৩৯ গ্রাম। ১৮ সেমি লম্বা, ৪ সেমি পুরু এবং ৩৪ সেমি পরিধির ফলটিই এখনও পর্যন্ত বৃহৎ স্ট্রবেরির তকমা ধারণ করেছে।

2 / 8
কুমড়ো- ইতালির টুসকানি এলাকার চাষী স্টেফানো কাট্রুপি। তাঁরই আদরযত্নে কলেবরে বেড়ে উঠেছিল একখানি কুমড়ো। শেষ পর্যন্ত ওজন পৌঁছেছিল ১,২২৬ কেজি। গ্রেট পাম্পকিন কমনওয়েলথ সংস্থার প্রতিনিধিরাই কুমড়োর ওজনের পরিমাপ করেছিলেন। ঘটনাটি ২০২১ সালের মার্চ মাসের।

কুমড়ো- ইতালির টুসকানি এলাকার চাষী স্টেফানো কাট্রুপি। তাঁরই আদরযত্নে কলেবরে বেড়ে উঠেছিল একখানি কুমড়ো। শেষ পর্যন্ত ওজন পৌঁছেছিল ১,২২৬ কেজি। গ্রেট পাম্পকিন কমনওয়েলথ সংস্থার প্রতিনিধিরাই কুমড়োর ওজনের পরিমাপ করেছিলেন। ঘটনাটি ২০২১ সালের মার্চ মাসের।

3 / 8
ফ্রুট কেক- ২০১৪ সালের মে মাসের কথা। জার্মানির হোডেনহাগেনের ১৯ জন সহকারীর সাহায্যে ইতালির ডক্টর ফ্যাব্রিজিও সেপে বানিয়ে ফেলেছিলেন বিশ্বের সর্ববৃহৎ ফ্রুট কেক। ১২ মিটার লম্বা এবং ৮মিটার চওড়া কেকটির ওজন ছিল ৪,৩৫৩ কেজি! তৈরি করতে সময় লাগে ২৫০ ঘণ্টা। ফ্রুট কেকে ছিল অফুরন্ত স্ট্রবেরি, পিচ, কলা, ছোট কমলালেবুর মতো ফল।

ফ্রুট কেক- ২০১৪ সালের মে মাসের কথা। জার্মানির হোডেনহাগেনের ১৯ জন সহকারীর সাহায্যে ইতালির ডক্টর ফ্যাব্রিজিও সেপে বানিয়ে ফেলেছিলেন বিশ্বের সর্ববৃহৎ ফ্রুট কেক। ১২ মিটার লম্বা এবং ৮মিটার চওড়া কেকটির ওজন ছিল ৪,৩৫৩ কেজি! তৈরি করতে সময় লাগে ২৫০ ঘণ্টা। ফ্রুট কেকে ছিল অফুরন্ত স্ট্রবেরি, পিচ, কলা, ছোট কমলালেবুর মতো ফল।

4 / 8
কাপকেক-  জিডব্লিউআর-এরওয়েবসাইটে প্রদেয় তথ্য অনুসারে, ২০১১ সালের নভেম্বর মাসে বিশ্বের সবচাইতে বৃহৎ কাপকেকটি তৈরি করেছিল আমেরিকার ‘জর্জটাউন কাপকেক’ শীর্ষক বেকারি। কেকটির ওজন ছিল ১,১৭৬.৬ কেজি। কেকটি ছিল ৩৬ ইঞ্চি লম্বা ও ব্যাস ছিল ৫৬ ইঞ্চি। কেকটি তৈরির জন্য আলাদ করে আভেন ও প্যান তৈরি করা হয়েছিল!

কাপকেক- জিডব্লিউআর-এরওয়েবসাইটে প্রদেয় তথ্য অনুসারে, ২০১১ সালের নভেম্বর মাসে বিশ্বের সবচাইতে বৃহৎ কাপকেকটি তৈরি করেছিল আমেরিকার ‘জর্জটাউন কাপকেক’ শীর্ষক বেকারি। কেকটির ওজন ছিল ১,১৭৬.৬ কেজি। কেকটি ছিল ৩৬ ইঞ্চি লম্বা ও ব্যাস ছিল ৫৬ ইঞ্চি। কেকটি তৈরির জন্য আলাদ করে আভেন ও প্যান তৈরি করা হয়েছিল!

5 / 8
ভেগান বার্গার-  ২০২১ সালের নভেম্বর মাসের কথা। বিশ্বের সবচাইতে বৃহৎ ভেগান বার্গারটি বানানো হয়েছিল উত্তর আয়ারল্যান্ডের খাদ্য প্রস্তুতকারক সংস্থা ফিনেব্রোগ আর্টিসান সংস্থার তরফে। জাম্বো বার্গারটির ওজন হয়েছিল প্রায় ১৬২ কেজি।  এই বৃহদাকার বার্গারটি ছিল ‘নেকেড এভোলিউশন বার্গারে’র একটি বৃহদ প্রতিরূপ। বার্গারের প্যাটির উপর দেওয়া হয়েছিল ভেগান বেকন, ক্রিসপি ওনিয়ন, ভেগান চিজ, বার্গার স্যস, লেটুস, টম্যাটো, এবং আচার। সমস্ত সবজি এবং ভেগান প্যাটি চাপা আটক হয় নরম বানের মধ্যে।

ভেগান বার্গার- ২০২১ সালের নভেম্বর মাসের কথা। বিশ্বের সবচাইতে বৃহৎ ভেগান বার্গারটি বানানো হয়েছিল উত্তর আয়ারল্যান্ডের খাদ্য প্রস্তুতকারক সংস্থা ফিনেব্রোগ আর্টিসান সংস্থার তরফে। জাম্বো বার্গারটির ওজন হয়েছিল প্রায় ১৬২ কেজি। এই বৃহদাকার বার্গারটি ছিল ‘নেকেড এভোলিউশন বার্গারে’র একটি বৃহদ প্রতিরূপ। বার্গারের প্যাটির উপর দেওয়া হয়েছিল ভেগান বেকন, ক্রিসপি ওনিয়ন, ভেগান চিজ, বার্গার স্যস, লেটুস, টম্যাটো, এবং আচার। সমস্ত সবজি এবং ভেগান প্যাটি চাপা আটক হয় নরম বানের মধ্যে।

6 / 8
চিজকেক - ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের কথা। রাশিয়ার স্তাভ্রোপুল শহরের ২৪০তম জন্মদিবস উপলক্ষে  চিজবেরি সংস্থা বানিয়ে ফেলল বিশ্বের সর্ববৃহৎ চিজকেক। অতিকায় এই কেকটির উচ্চতা ছিল ৯ ফুট ৯ ইঞ্চি। ওজন ছিল ৪,২৪০ কেজি।

চিজকেক - ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের কথা। রাশিয়ার স্তাভ্রোপুল শহরের ২৪০তম জন্মদিবস উপলক্ষে চিজবেরি সংস্থা বানিয়ে ফেলল বিশ্বের সর্ববৃহৎ চিজকেক। অতিকায় এই কেকটির উচ্চতা ছিল ৯ ফুট ৯ ইঞ্চি। ওজন ছিল ৪,২৪০ কেজি।

7 / 8
পিৎজা- ২০১২ সালের ডিসেম্বরের শীতের কথা। জিডব্লিউআর ওয়েবসাইটে ভেসে উঠল বিশেষ তথ্য— রোম শহরে  ‘ওট্টাভিয়া’ নামক একটি স্টেডিয়ামের আকারের পিৎজাটি তৈরি করে ফেলেছেন এনআইপি ফুড নামে পিৎজা প্রস্তুতকারক সংস্থা। জানলে অবাক হবেন, অতিকায় ওই পিৎজা তৈরি করেন মাত্র ৫ জন ইতালিয়ান শেফ (ডোভিলিও নার্ডি, আন্দ্রিয়া মান্নোচ্চি, মার্কো নার্ডি, মাট্টিও নার্ডি এবং মাট্টিও জিয়ান্নোতে)! ১৩,৫৮০.২৮ বর্গপুটের পিৎজাটি ছিল সম্পূর্ণভাবে গ্লুটেনমুক্ত!

পিৎজা- ২০১২ সালের ডিসেম্বরের শীতের কথা। জিডব্লিউআর ওয়েবসাইটে ভেসে উঠল বিশেষ তথ্য— রোম শহরে ‘ওট্টাভিয়া’ নামক একটি স্টেডিয়ামের আকারের পিৎজাটি তৈরি করে ফেলেছেন এনআইপি ফুড নামে পিৎজা প্রস্তুতকারক সংস্থা। জানলে অবাক হবেন, অতিকায় ওই পিৎজা তৈরি করেন মাত্র ৫ জন ইতালিয়ান শেফ (ডোভিলিও নার্ডি, আন্দ্রিয়া মান্নোচ্চি, মার্কো নার্ডি, মাট্টিও নার্ডি এবং মাট্টিও জিয়ান্নোতে)! ১৩,৫৮০.২৮ বর্গপুটের পিৎজাটি ছিল সম্পূর্ণভাবে গ্লুটেনমুক্ত!

8 / 8
Follow Us: