Tea Bags: চা খাওয়ার পর সযত্নে তুলে রাখুন টি ব্যাগ! কাজে আসবে বিভিন্ন ভাবে

টি ব্যাগ দিয়ে চা খাওয়ার পর টি ব্যাগটা ফেলে দেন? এবার থেকে আর তা করবেন না। একটি মাত্র টি ব্যাগ দিয়েই আপনি অনেক মুশকিল আসান করতে পারবেন। চা খাওয়া ছাড়াও টি ব্যাগকে এই ভাবে ব্যবহার করতে পারবেন...

| Edited By: | Updated on: Feb 21, 2022 | 9:50 AM
ফেস স্ক্রাব হিসাবে ব্যবহার করতে পারেন টি ব্যাগ। চায়ের গুঁড়োতে এক চা চামচ মধু মিশিয়ে নিন। তারপর মুখে লাগিয়ে বৃত্তাকারে মাসাজ করুন। হয়ে গেলে পাঁচ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে নিন। আপনার নিস্তেজ ত্বকে উজ্জ্বল এনে দেবে চা।

ফেস স্ক্রাব হিসাবে ব্যবহার করতে পারেন টি ব্যাগ। চায়ের গুঁড়োতে এক চা চামচ মধু মিশিয়ে নিন। তারপর মুখে লাগিয়ে বৃত্তাকারে মাসাজ করুন। হয়ে গেলে পাঁচ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে নিন। আপনার নিস্তেজ ত্বকে উজ্জ্বল এনে দেবে চা।

1 / 6
অনেক সময় ঘুমের অভাবে বা অন্য কোনও কারণে চোখের কোণ ফুলে যায়। অন্যদিকে মানসিক চাপ ও অন্যান্য কারণে ডার্ক সার্কেল একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর জন্য গরম জলে দুটো টি ব্যাগ ভিজিয়ে নিন, তারপর সেই ভেজা টি ব্যাগ ফ্রিজে কয়েক মিনিট রাখুন যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা টি ব্যাগ চোখের উপর পাঁচ মিনিট রেখে দিন। এতে ফোলাভাব দূর হবে এবং ডার্ক সার্কে‌ল ধীরে ধীরে মিলিয়ে যাবে।

অনেক সময় ঘুমের অভাবে বা অন্য কোনও কারণে চোখের কোণ ফুলে যায়। অন্যদিকে মানসিক চাপ ও অন্যান্য কারণে ডার্ক সার্কেল একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর জন্য গরম জলে দুটো টি ব্যাগ ভিজিয়ে নিন, তারপর সেই ভেজা টি ব্যাগ ফ্রিজে কয়েক মিনিট রাখুন যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা টি ব্যাগ চোখের উপর পাঁচ মিনিট রেখে দিন। এতে ফোলাভাব দূর হবে এবং ডার্ক সার্কে‌ল ধীরে ধীরে মিলিয়ে যাবে।

2 / 6
টি ব্যাগ দিয়ে আপনি রুম ফ্রেশনার তৈরি করতে পারেন। ব্যবহার করা টি ব্যাগ প্রথমে শুকনো করে নিন, তাতে যোগ করুন আপনার পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা। এবার ব্যাগগুলো বাথরুমে বা ড্রয়ারের ভিতরে রেখে  দিন। দেখবেন সুগন্ধ বের হচ্ছে।

টি ব্যাগ দিয়ে আপনি রুম ফ্রেশনার তৈরি করতে পারেন। ব্যবহার করা টি ব্যাগ প্রথমে শুকনো করে নিন, তাতে যোগ করুন আপনার পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা। এবার ব্যাগগুলো বাথরুমে বা ড্রয়ারের ভিতরে রেখে দিন। দেখবেন সুগন্ধ বের হচ্ছে।

3 / 6
বাড়ির ইনডোর প্ল্যান্টগুলোতে ছত্রাক জন্মেছে? এখানেও আপনাকে সাহায্য করতে পারে টি ব্যাগ। জলে টি ব্যাগ দিয়ে ফুটিয়ে নিন। তারপর সেই জলটা স্প্রে বটলে ভরে মাটিতে আর গাছের পাতায় স্প্রে করুন। এতে দেখবেন ছত্রাক কমে গেছে।

বাড়ির ইনডোর প্ল্যান্টগুলোতে ছত্রাক জন্মেছে? এখানেও আপনাকে সাহায্য করতে পারে টি ব্যাগ। জলে টি ব্যাগ দিয়ে ফুটিয়ে নিন। তারপর সেই জলটা স্প্রে বটলে ভরে মাটিতে আর গাছের পাতায় স্প্রে করুন। এতে দেখবেন ছত্রাক কমে গেছে।

4 / 6
ঘরে পোকামাকড় বেড়ে গেলে আপনি পেপারমিন্ট টি ব্যাগ ব্যবহার করুন। পেপারমিন্ট টি ব্যাগ ভিজিয়ে নিন। ওই জল আপনি স্প্রে করতে পারেন ঘরের কোণায়। কিংবা ওই জলে কয়েক ফোঁটা লিক্যুইড সাবান দিয়ে ঘর মুছতে পারেন।

ঘরে পোকামাকড় বেড়ে গেলে আপনি পেপারমিন্ট টি ব্যাগ ব্যবহার করুন। পেপারমিন্ট টি ব্যাগ ভিজিয়ে নিন। ওই জল আপনি স্প্রে করতে পারেন ঘরের কোণায়। কিংবা ওই জলে কয়েক ফোঁটা লিক্যুইড সাবান দিয়ে ঘর মুছতে পারেন।

5 / 6
টি ব্যাগ ব্যবহারের পর ডাস্টবিনে ফেলে দেন? এতেই কাজ হবে আপনার। রান্নাঘরে ডাস্টবিন থাকলে তা থেকে বাজে গন্ধ ছড়াতে পারে। ব্যবহার করা টি ব্যাগ ফেলে রাখুন ডাস্টবিনে। সমস্ত গন্ধ দূর হয়ে যাবে।

টি ব্যাগ ব্যবহারের পর ডাস্টবিনে ফেলে দেন? এতেই কাজ হবে আপনার। রান্নাঘরে ডাস্টবিন থাকলে তা থেকে বাজে গন্ধ ছড়াতে পারে। ব্যবহার করা টি ব্যাগ ফেলে রাখুন ডাস্টবিনে। সমস্ত গন্ধ দূর হয়ে যাবে।

6 / 6
Follow Us: