MS Dhoni Birthday: কাঁচাপাকা দাড়ি, স্টাইলিশ চশমা; বার্থডে বয় ধোনির টেনিস প্রীতি
বিবাহিত জীবনের ১২ বছরের পূর্তি, ৪১তম জন্মদিন। লন্ডনে স্ত্রী, পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে জীবনের বিশেষ সময়গুলি উদযাপন করছেন মহেন্দ্র সিং ধোনি। তারই মাঝে পৌঁছে গেলেন উইম্বলডনে। ক্রিকেটার ধোনির টেনিস প্রীতি অজানা নয়। ৪১তম জন্মদিনের আগের দিন সেন্টার কোর্টের গ্যালারি আলো করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
Most Read Stories