Bishan Singh Bedi’s Birthday: ৭৫ এ পা দিলেন বিষেণ সিং বেদী
ভারতের প্রাক্তন অধিনায়ক বিষেণ সিং বেদী (Bishan Singh Bedi) আজ ৭৫ এ পা দিলেন। পুরো ক্রিকেট কেরিয়ার জুড়ে তিনি তাঁর দুরন্ত বোলিং অ্যাকশনের পাশাপাশি স্পষ্টভাষী আচরণ ও স্পষ্ট মতামতের জন্য বিশেষ ভাবে পরিচিত ছিলেন। তাঁর ৭৫তম জন্মদিনে তাঁকে নিয়ে 'দ্য সর্দার অব স্পিন' নামের একটি বই প্রকাশিত হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি নিজেও।
Most Read Stories