Bollywood Item Dance: ঐশ্বর্য থেকে মালাইকা, বরের জন্য আইটেম ডান্সার হতেও পিছপা হননি যে সেলেবকুইনরা

Item Dance; দীপিকা প্রথম নন, বরের ছবিতে ফ্লোরে আগুন ধরিয়ে ভাইরাল সে অভিনেত্রীরা...

| Edited By: | Updated on: Dec 03, 2022 | 9:38 AM
ছবিসহ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ট্রোলের ঝড়। বলিউডে টুকে সকলের নজর কাড়ার প্রয়াস নিয়েও চর্চা শুরু। ফলে এবারও এই গানের ঝলক দেখে তেমনই অভিযোগ নেটপাড়ার।

ছবিসহ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ট্রোলের ঝড়। বলিউডে টুকে সকলের নজর কাড়ার প্রয়াস নিয়েও চর্চা শুরু। ফলে এবারও এই গানের ঝলক দেখে তেমনই অভিযোগ নেটপাড়ার।

1 / 5
ঐশ্বর্য রাই বচ্চন- ঐশ্বর্য রাই বচ্চন কোথাও গিয়ে যেন অভিষেকের মুখের দিকে তাকিয়েই এক প্রকার কাজরারে ছবিতে আইটেম ডান্সে রাজি হয়েছিলেন। কারণ আইটেম ডান্সে তাঁকে খুব একটা দেখা যায় না।

ঐশ্বর্য রাই বচ্চন- ঐশ্বর্য রাই বচ্চন কোথাও গিয়ে যেন অভিষেকের মুখের দিকে তাকিয়েই এক প্রকার কাজরারে ছবিতে আইটেম ডান্সে রাজি হয়েছিলেন। কারণ আইটেম ডান্সে তাঁকে খুব একটা দেখা যায় না।

2 / 5
দীপিকা পাড়ুকোন- সার্কাস ছবির ট্রেলার মুক্তিতেই মিলল ঝলক। সেখানেই এবার রণবীর সিং-এর সঙ্গে আইটেম ডান্স করতে দেখা গেল দীপিকাকে। তবে এই প্রথম নয়, অতীতেও তিনি নজর কেড়েছেন শাহরুখের সঙ্গে।

দীপিকা পাড়ুকোন- সার্কাস ছবির ট্রেলার মুক্তিতেই মিলল ঝলক। সেখানেই এবার রণবীর সিং-এর সঙ্গে আইটেম ডান্স করতে দেখা গেল দীপিকাকে। তবে এই প্রথম নয়, অতীতেও তিনি নজর কেড়েছেন শাহরুখের সঙ্গে।

3 / 5
জেলেনিয়া ডিসুজা- রীতেশ দেশমুখের সঙ্গে জেনেলিয়াকেও দেখা যায় আইটেম ডান্সে। মারাঠি ছবি মৌলি-তে আইটেম নম্বরে নাচ করতে দেখা যায় তাঁদের।

জেলেনিয়া ডিসুজা- রীতেশ দেশমুখের সঙ্গে জেনেলিয়াকেও দেখা যায় আইটেম ডান্সে। মারাঠি ছবি মৌলি-তে আইটেম নম্বরে নাচ করতে দেখা যায় তাঁদের।

4 / 5
মালাইকা আরোরা- মালাইকা আইটেম ডান্সে বরাবরই নজর কাড়া। তবে আরবাজের ছবিতেও তাঁকে দেখা গিয়েছে মুন্নি বদনাম হুই গানের তালে নাচ করে সকলের নজর কেড়েছেন তিনি।

মালাইকা আরোরা- মালাইকা আইটেম ডান্সে বরাবরই নজর কাড়া। তবে আরবাজের ছবিতেও তাঁকে দেখা গিয়েছে মুন্নি বদনাম হুই গানের তালে নাচ করে সকলের নজর কেড়েছেন তিনি।

5 / 5
Follow Us: