এই মুহূর্তে রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন আলিয়া ভাট। তাঁর জীবনে প্রেম এসেছে বারেবারে। তাঁর প্রথম প্রেমিক আলি দাদারকার। স্কুলে একসঙ্গে পড়তেন তাঁরা। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির মধ্যে দিয়ে আলিয়ার বলি ডেবিউ ঘটে। ওই ছবিতে একই সঙ্গে ডেবিউ হয়েছিল সিদ্ধার্থ মালহোত্রার। ছবি মুক্তির পরেই সিদ্ধার্থ ও আলিয়ার প্রেমের কাহিনীতে তোলপাড় হয়ে ওঠে বলিউড। আলির অস্তিত্ব মুছে যায় আলিয়ার জীবন থেকে। যদিও পরবর্তীতে আলির সঙ্গে আলিয়াকে দেখা গেছে আবারও। তবে এবার শুধুই বন্ধু হিসেবে।