FIFA World Cup 2022: ছেলেবেলার ছবি দিয়ে সাজানো ঘর! কাতারের হোটেল চমকে দিল সেলেকাওদের

হোটেল রুমে পা দিয়েই চমকে গিয়েছিলেন নেইমার জুনিয়র, থিয়েগো সিলভারা। টানটান করে পাতা ধবধবে সাদা বিছানার ঠিক মাথার উপরে একটি ফটো ফ্রেম। তাতে শিশু বয়সের মিষ্টি একটা ছবি। দোহার হোটেল রুমের দরজায়, রুমের দেওয়ালে টাঙানো সেই বাচ্চাবেলার ছবি দেখে নস্ট্যালজিক সেলেকাওরা।

| Edited By: | Updated on: Nov 20, 2022 | 1:07 PM
হোটেল রুমে পা দিয়েই চমকে গিয়েছিলেন নেইমার জুনিয়র, থিয়েগো সিলভারা। টানটান করে পাতা ধবধবে সাদা বিছানার ঠিক মাথার উপরে একটি ফটো ফ্রেম। তাতে শিশু বয়সের মিষ্টি একটা ছবি। দোহার হোটেল রুমের দরজায়, রুমের দেওয়ালে টাঙানো সেই বাচ্চাবেলার ছবি দেখে নস্ট্যালজিক সেলেকাওরা। (ছবি:ইনস্টাগ্রাম)

হোটেল রুমে পা দিয়েই চমকে গিয়েছিলেন নেইমার জুনিয়র, থিয়েগো সিলভারা। টানটান করে পাতা ধবধবে সাদা বিছানার ঠিক মাথার উপরে একটি ফটো ফ্রেম। তাতে শিশু বয়সের মিষ্টি একটা ছবি। দোহার হোটেল রুমের দরজায়, রুমের দেওয়ালে টাঙানো সেই বাচ্চাবেলার ছবি দেখে নস্ট্যালজিক সেলেকাওরা। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 6
হাফ প্যান্ট, জামায় হাতে ফুটবল হাতে ছোট্ট নেইমার। সামনের টেবলে রাখা একটি ট্রফি। যার গায়ে নেইমার ও ব্রাজিল লেখা।(ছবি:ইনস্টাগ্রাম)

হাফ প্যান্ট, জামায় হাতে ফুটবল হাতে ছোট্ট নেইমার। সামনের টেবলে রাখা একটি ট্রফি। যার গায়ে নেইমার ও ব্রাজিল লেখা।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 6
 এই ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে লুকাস পাকুয়েতা দেখালেন বেডের পিছনের দেওয়ালে টাঙানো তাঁর ছোটবেলার মিষ্টি ছবি। (ছবি:ইনস্টাগ্রাম)

এই ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে লুকাস পাকুয়েতা দেখালেন বেডের পিছনের দেওয়ালে টাঙানো তাঁর ছোটবেলার মিষ্টি ছবি। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 6
হোটেল রুমে ঢুকেই চমকে গিয়েছিলেন থিয়েগো সিলভা। তিনি যে কতটা খুশি তা সিলভার ইনস্টা স্টোরিতেই স্পষ্ট।(ছবি:ইনস্টাগ্রাম)

হোটেল রুমে ঢুকেই চমকে গিয়েছিলেন থিয়েগো সিলভা। তিনি যে কতটা খুশি তা সিলভার ইনস্টা স্টোরিতেই স্পষ্ট।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 6
বিশ্বকাপের জন্য শেষ দল হিসেবে কাতারে পৌঁছেছে ব্রাজিল। স্থানীয় সময় অনুযায়ী শনিবার রাতে ফুটবলার ও কোচিং স্টাফরা দোহায় নামেন এবং সেখান থেকে সোজা হোটেলে পৌঁছে যান।(ছবি:ইনস্টাগ্রাম)

বিশ্বকাপের জন্য শেষ দল হিসেবে কাতারে পৌঁছেছে ব্রাজিল। স্থানীয় সময় অনুযায়ী শনিবার রাতে ফুটবলার ও কোচিং স্টাফরা দোহায় নামেন এবং সেখান থেকে সোজা হোটেলে পৌঁছে যান।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 6
ক্যামেরুন, সার্বিয়া ও সুইৎজারল্যান্ডের সঙ্গে ব্রাজিল গ্রুপ জি-তে রয়েছে। ২৫ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে তারা। (ছবি:ইনস্টাগ্রাম)

ক্যামেরুন, সার্বিয়া ও সুইৎজারল্যান্ডের সঙ্গে ব্রাজিল গ্রুপ জি-তে রয়েছে। ২৫ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে তারা। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 6
Follow Us: