অভিষেক বচ্চন—ক্রিকেট কিংবা ফুটবল ম্যাচের সময় এক জায়গায় বসে থাকেন অভিষেক।
ভুজ- অজয় দেবগণ অভিনীত এই ছবি ওটিটি-তে মুক্তি পায়। যার মোট মূল্য স্থির করা হয়েছিল ১১০ কোটি টাকা। যদিও ছবি খুব একটা সাফল্যের মুখ দেখিনি। অজয় দেবগণের পাশাপাশি ছবিতে ছিলেন সঞ্জয় দত্তও। ভুজ- অজয় দেবগণ অভিনীত এই ছবি ওটিটি-তে মুক্তি পায়। যার মোট মূল্য স্থির করা হয়েছিল ১১০ কোটি টাকা। যদিও ছবি খুব একটা সাফল্যের মুখ দেখিনি। অজয় দেবগণের পাশাপাশি ছবিতে ছিলেন সঞ্জয় দত্তও।
অমিতাভ বচ্চন—লাইভ ক্রিকেট ম্যাচ দেখেন না অমিতাভ। হাতে নীলা পাথর পরেন সৌভাগ্যের কারণে।
বিপাশা বসু—প্রতি শনিবার অশুভ শক্তিকে দূর করার জন্য লেবু-লঙ্কা কেনেন বিপাশা। মায়ের থেকে শিখেছেন এই টোটকা।
হৃত্বিক রোশন- এই তালিকায় হৃত্বিক রোশন জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে। তিনি সকলকে তাক লাগিয়ে বলিউডে কাম ব্যাক করেছিলেন সুপার ৩০ ছবি দিয়ে। বর্তমানে দুই বিগ প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
শাহরুখ খান—৫৫৫ সংখ্যায় বিশ্বাস করেন কিং খান। তাঁর প্রত্যেকটি গাড়ির নম্বর প্লেটে রয়েছে এই নম্বর।
শিল্পা শেট্টি—আইপিএলে তাঁর টিম রাজস্থান রয়্যালসের ম্যাচে দুটি ঘড়ি পরেন শিল্পা। টিম ব্যাট করেন যখন ক্রস লেগে বসে থাকেন।
বিদ্যা বালন—পাকিস্তানের একটি কাজলের নির্দিষ্ট ব্র্যান্ডকে নিজের সাফল্যের কারণ হিসেবে মনে করেন বিদ্য়া। সেই কাজল না লাগিয়ে তিনি বাড়ি থেকে বের হন না।