EPL: হতাশার দৌড় থামল, নতুন বছরে প্রথম জয় চেলসির

Chelsea-Crystal Palace: অবশেষে হতাশার দৌড় থামল চেলসির। নীল জার্সির ফুটবলাররা নতুন বছরের প্রথম জয় খুঁজে পেল। ক্রিস্টাল প্য়ালেসকে ১-০ ব্য়বধানে হারাল তারা। কাই হাভার্ৎজের হেডে ম্যাচের একমাত্র এবং জয় সূচক গোল।

| Edited By: | Updated on: Jan 16, 2023 | 12:05 AM
অবশেষে হতাশার দৌড় থামল চেলসির। নীল জার্সির ফুটবলাররা নতুন বছরের প্রথম জয় খুঁজে পেল। ক্রিস্টাল প্য়ালেসকে ১-০ ব্য়বধানে হারাল চেলসি। (ছবি : টুইটার)

অবশেষে হতাশার দৌড় থামল চেলসির। নীল জার্সির ফুটবলাররা নতুন বছরের প্রথম জয় খুঁজে পেল। ক্রিস্টাল প্য়ালেসকে ১-০ ব্য়বধানে হারাল চেলসি। (ছবি : টুইটার)

1 / 8
টানা হারে চেলসির কোচ গ্রাহাম পটারের বিকল্প খোঁজাও শুরু হয়েছিল। চেলসির নতুন কোচ হওয়ার দৌড়ে ছিলেন অনেকেই। আপাতত সেই সম্ভাবনা হয়তো কমলো। (ছবি : টুইটার)

টানা হারে চেলসির কোচ গ্রাহাম পটারের বিকল্প খোঁজাও শুরু হয়েছিল। চেলসির নতুন কোচ হওয়ার দৌড়ে ছিলেন অনেকেই। আপাতত সেই সম্ভাবনা হয়তো কমলো। (ছবি : টুইটার)

2 / 8
ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে একটা জয় ব্য়াপক স্বস্তি দিল চেলসিকে। কাই হাভার্ৎজের হেডে ম্যাচের একমাত্র এবং জয় সূচক গোল। (ছবি : টুইটার)

ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে একটা জয় ব্য়াপক স্বস্তি দিল চেলসিকে। কাই হাভার্ৎজের হেডে ম্যাচের একমাত্র এবং জয় সূচক গোল। (ছবি : টুইটার)

3 / 8
ম্যাচের শুরুতে অবশ্য আবেগঘন পরিস্থিতি স্ট্যামফোর্ড ব্রিজে। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন ইতালির প্রাক্তন স্ট্রাইকার জিয়ালুকা ভিয়ানি। (ছবি : টুইটার)

ম্যাচের শুরুতে অবশ্য আবেগঘন পরিস্থিতি স্ট্যামফোর্ড ব্রিজে। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন ইতালির প্রাক্তন স্ট্রাইকার জিয়ালুকা ভিয়ানি। (ছবি : টুইটার)

4 / 8
ইতালি জাতীয় দল, জুভেন্টাসের পাশাপাশি দীর্ঘ সময় চেলসিতে খেলেছেন, কোচিংও করিয়েছেন ভিয়ানি। তাঁকে শ্রদ্ধা জানানো হয় ম্যাচের আগে। (ছবি : টুইটার)

ইতালি জাতীয় দল, জুভেন্টাসের পাশাপাশি দীর্ঘ সময় চেলসিতে খেলেছেন, কোচিংও করিয়েছেন ভিয়ানি। তাঁকে শ্রদ্ধা জানানো হয় ম্যাচের আগে। (ছবি : টুইটার)

5 / 8
চেলসিতে সদ্য সই করেছেন ইউক্রেনের ফুটবলার মিখাইলো মুড্রিক। ক্রিস্টাল প্য়ালেসের বিরুদ্ধে ম্যাচের হাফটাইম বিরতিতে চেলসির জার্সিতে আত্মপ্রকাশ হয় মিখাইলের। (ছবি : টুইটার)

চেলসিতে সদ্য সই করেছেন ইউক্রেনের ফুটবলার মিখাইলো মুড্রিক। ক্রিস্টাল প্য়ালেসের বিরুদ্ধে ম্যাচের হাফটাইম বিরতিতে চেলসির জার্সিতে আত্মপ্রকাশ হয় মিখাইলের। (ছবি : টুইটার)

6 / 8
ম্যাচের সময় ঘণ্টা পেরোনোর পরই কাই হাভার্ৎজের অনবদ্য গোল। ৬৪ মিনিটে শর্ট কর্নার নেন গ্য়ালাঘার। বল ধরে বক্সে ক্রস তোলেন হাকিম জিয়েচ। সঠিক সময়ে লাফিয়ে হেডে গোল জার্মানি স্ট্রাইকার কাই হাভার্ৎজের। (ছবি : টুইটার)

ম্যাচের সময় ঘণ্টা পেরোনোর পরই কাই হাভার্ৎজের অনবদ্য গোল। ৬৪ মিনিটে শর্ট কর্নার নেন গ্য়ালাঘার। বল ধরে বক্সে ক্রস তোলেন হাকিম জিয়েচ। সঠিক সময়ে লাফিয়ে হেডে গোল জার্মানি স্ট্রাইকার কাই হাভার্ৎজের। (ছবি : টুইটার)

7 / 8
প্রথমার্ধেও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল চেলসি। যদিও গোলের মুখ খুলতে লাগে ৬৪ মিনিট। ম্যাচের প্রথম এবং শেষ গোল সেটিই। (ছবি : টুইটার)

প্রথমার্ধেও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল চেলসি। যদিও গোলের মুখ খুলতে লাগে ৬৪ মিনিট। ম্যাচের প্রথম এবং শেষ গোল সেটিই। (ছবি : টুইটার)

8 / 8
Follow Us: