Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni-Chris Gayle: একফ্রেমে ধোনি-গেইল, ঝড় ওঠা যেন সময়ের অপেক্ষা

MS Dhoni with Chris Gayle: বছর ভর বিভিন্ন বিজ্ঞাপনের শুটিংয়ে (Advertisement Shooting) ব্যস্ত থাকেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি তাঁর পুলিশ লুকে এক বিজ্ঞাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এ বার ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইলের সঙ্গে একফ্রেমে ক্যাপ্টেন কুল। যোগসূত্র সেই বিজ্ঞাপন।

| Edited By: | Updated on: Feb 05, 2023 | 1:33 PM
ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইলের (Chris Gayle) সঙ্গে একফ্রেমে ভারতের ক্যাপ্টেন কুল। এই নামটা শোনার পর, নিশ্চিত কোনও ক্রিকেট প্রেমীদের আলাদা করে বলতে হবে না, কাকে নিয়ে কথা হচ্ছে। আসলে বিজ্ঞাপনের শুটিংয়ের (Advertisement Shooting) কাজে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে দেখা হয়েছে ক্রিস গেইলের। (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইলের (Chris Gayle) সঙ্গে একফ্রেমে ভারতের ক্যাপ্টেন কুল। এই নামটা শোনার পর, নিশ্চিত কোনও ক্রিকেট প্রেমীদের আলাদা করে বলতে হবে না, কাকে নিয়ে কথা হচ্ছে। আসলে বিজ্ঞাপনের শুটিংয়ের (Advertisement Shooting) কাজে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে দেখা হয়েছে ক্রিস গেইলের। (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

1 / 9
সোশ্যাল মিডিয়ায় ইউনিভার্সাল বস মাহির সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, 'Long Live The Legends'। (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

সোশ্যাল মিডিয়ায় ইউনিভার্সাল বস মাহির সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, 'Long Live The Legends'। (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

2 / 9
নেটদুনিয়ায় মাহি ও গেইলের ভক্তরা কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন সেই ছবিতে। কেউ বা লিখেছেন, 'এই জুটি প্রতিটি বোলারের কাছে দুঃস্বপ্ন।' কেউ আবার লিখেছেন, 'একফ্রেমে থালা ও ইউনিভার্সাল বস।' (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

নেটদুনিয়ায় মাহি ও গেইলের ভক্তরা কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন সেই ছবিতে। কেউ বা লিখেছেন, 'এই জুটি প্রতিটি বোলারের কাছে দুঃস্বপ্ন।' কেউ আবার লিখেছেন, 'একফ্রেমে থালা ও ইউনিভার্সাল বস।' (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

3 / 9
ক্রিস গেইল নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে বিজ্ঞাপনের শুটিংয়ের সেট থেকে একাধিক ঝলক শেয়ার করেছেন। (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

ক্রিস গেইল নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে বিজ্ঞাপনের শুটিংয়ের সেট থেকে একাধিক ঝলক শেয়ার করেছেন। (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

4 / 9
ধোনি ও গেইলকে বিজ্ঞাপনের শুটিংয়ের খুঁটিনাটি বোঝানোর ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ইউনিভার্সাল বস। (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

ধোনি ও গেইলকে বিজ্ঞাপনের শুটিংয়ের খুঁটিনাটি বোঝানোর ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ইউনিভার্সাল বস। (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

5 / 9
ক্যারিবিয়ান তারকার ইন্সটাগ্রামের স্টোরিতে দেওয়া ছবি থেকে পরিস্কার যে, তাঁর ও ধোনির সেই বিজ্ঞাপনের শুটিং শুরু হয়েছিল সকাল ১০ টা নাগাদ। সেই শুটিং শেষ হতে হতে ঘড়ির কাঁটা পৌঁছে যায় সন্ধ্যে ৭.৪৯ মিনিটে। (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

ক্যারিবিয়ান তারকার ইন্সটাগ্রামের স্টোরিতে দেওয়া ছবি থেকে পরিস্কার যে, তাঁর ও ধোনির সেই বিজ্ঞাপনের শুটিং শুরু হয়েছিল সকাল ১০ টা নাগাদ। সেই শুটিং শেষ হতে হতে ঘড়ির কাঁটা পৌঁছে যায় সন্ধ্যে ৭.৪৯ মিনিটে। (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

6 / 9
টানা শুটিং সেটে সময় কাটানোর পর ক্রিস গেইলের চোখেমুখে ক্লান্তিও পরিস্কার বোঝা গিয়েছে তাঁর শেয়ার করা ছবিতে। (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

টানা শুটিং সেটে সময় কাটানোর পর ক্রিস গেইলের চোখেমুখে ক্লান্তিও পরিস্কার বোঝা গিয়েছে তাঁর শেয়ার করা ছবিতে। (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

7 / 9
মহেন্দ্র সিং ধোনি ও ক্রিস গেইল সম্ভবত এক পাইপের বিজ্ঞাপনের শুটিং করছিলেন। কারণ, গেইলের শেয়ার করা ছবিতে ধোনির হাতে ছোট পাইপের মতো বস্তু দেখা গিয়েছে। (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

মহেন্দ্র সিং ধোনি ও ক্রিস গেইল সম্ভবত এক পাইপের বিজ্ঞাপনের শুটিং করছিলেন। কারণ, গেইলের শেয়ার করা ছবিতে ধোনির হাতে ছোট পাইপের মতো বস্তু দেখা গিয়েছে। (ছবি-ক্রিস গেইল ইন্সটাগ্রাম)

8 / 9
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের পাওয়ারহিটার ক্রিস গেইলের সোনালি সুন্দর হেয়ারস্টাইল করে দিয়েছেন সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম। (ছবি-আলিম হাকিম ইন্সটাগ্রাম)

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের পাওয়ারহিটার ক্রিস গেইলের সোনালি সুন্দর হেয়ারস্টাইল করে দিয়েছেন সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম। (ছবি-আলিম হাকিম ইন্সটাগ্রাম)

9 / 9
Follow Us: