Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Copper Water: এই তিন ভুলের জন্যই তামার পাত্রে জল রাখলে বিষ হয়ে যায়, খেলেই বিপদ

Copper Water Bottles Side Effects: তামার বোতলে জল রাখলে পেটের জন্য ভাল তবে এই সব নিয়ম না মানলেই বিপদ অবধারিত

| Edited By: | Updated on: Feb 05, 2023 | 11:59 AM
তামার পাত্রে জল রাখলে তা ওষুধের মত কাজ করে। প্রচলিত আছে তামার পাত্রে জল রেখে খেলে সেই জল পেটের জন্য খুব উপকারী। শীতে তামার উষ্ণতা বৃদ্ধি পায়। ফলে শীতে তামার পাত্রে রাখা জল খেলে শরীরে শক্তি বাড়ে। সারাদিন বজায় থাকে সতেজতাও।

তামার পাত্রে জল রাখলে তা ওষুধের মত কাজ করে। প্রচলিত আছে তামার পাত্রে জল রেখে খেলে সেই জল পেটের জন্য খুব উপকারী। শীতে তামার উষ্ণতা বৃদ্ধি পায়। ফলে শীতে তামার পাত্রে রাখা জল খেলে শরীরে শক্তি বাড়ে। সারাদিন বজায় থাকে সতেজতাও।

1 / 6
যে কারণে তামার পাত্রে জল রাখলে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। সেই সঙ্গে হজমের ক্ষমতা বাড়ে। ওজন কমাতে, বাতের ব্যথা নিয়ন্ত্রণে রাখতে, কোলেস্টেরল, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও কাজে আসে তামার পাত্রে রাখা জল। তবে তখনই শরীরের জন্য তা কাজে আসবে যখন আপনি নিয়ম মেনে জল খাবেন।

যে কারণে তামার পাত্রে জল রাখলে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। সেই সঙ্গে হজমের ক্ষমতা বাড়ে। ওজন কমাতে, বাতের ব্যথা নিয়ন্ত্রণে রাখতে, কোলেস্টেরল, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও কাজে আসে তামার পাত্রে রাখা জল। তবে তখনই শরীরের জন্য তা কাজে আসবে যখন আপনি নিয়ম মেনে জল খাবেন।

2 / 6
 সম্প্রতি পুষ্টিবিদ কিরণ কুক্রেজা তাঁর সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন। সেখানেই তিনি বলেছেন তামার পাত্রে জল রেখে খেলে শরীরে অতিরিক্ত পরিমাণ তামা প্রবেশ করে। যার ফলে লিভারের সমস্যা, কিডনির সমস্যা, বমি বমি ভাব, মাথা ঘোরা, পেটে ব্যথা-সহ একাধিক সমস্যা হতে পারে।

সম্প্রতি পুষ্টিবিদ কিরণ কুক্রেজা তাঁর সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন। সেখানেই তিনি বলেছেন তামার পাত্রে জল রেখে খেলে শরীরে অতিরিক্ত পরিমাণ তামা প্রবেশ করে। যার ফলে লিভারের সমস্যা, কিডনির সমস্যা, বমি বমি ভাব, মাথা ঘোরা, পেটে ব্যথা-সহ একাধিক সমস্যা হতে পারে।

3 / 6
অনেকেই বলে তামার পাত্রে মধু আর লেবু মিশিয়ে জল খাওয়া ভাল। তবে এই ভাবনা একেবারেই ভ্রান্ত। কারণ লেবু কপারের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে। যা শরীরের জন্য মোটেই ভাল নয়। সেই সঙ্গে পেটে ব্যথা, গ্যাস, বমি হওয়ার আশঙ্কা থাকে।

অনেকেই বলে তামার পাত্রে মধু আর লেবু মিশিয়ে জল খাওয়া ভাল। তবে এই ভাবনা একেবারেই ভ্রান্ত। কারণ লেবু কপারের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে। যা শরীরের জন্য মোটেই ভাল নয়। সেই সঙ্গে পেটে ব্যথা, গ্যাস, বমি হওয়ার আশঙ্কা থাকে।

4 / 6
তামার বাসন বা বোতল নিয়মিত ধোওয়া ঠিক নয়।  রোজ তামার বাটি-ঘটি ধুলে তার উপকারিতা কমতে থাকে। তাই প্রতিদিন ব্যবহারের পর জল দিয়ে ভাল করে বোতল ধুয়ে নিন। মাসে একবার নুন-লেবু দিয়ে বোতল পরিষ্কার করে নিন।

তামার বাসন বা বোতল নিয়মিত ধোওয়া ঠিক নয়। রোজ তামার বাটি-ঘটি ধুলে তার উপকারিতা কমতে থাকে। তাই প্রতিদিন ব্যবহারের পর জল দিয়ে ভাল করে বোতল ধুয়ে নিন। মাসে একবার নুন-লেবু দিয়ে বোতল পরিষ্কার করে নিন।

5 / 6
তামার কোসাকুসিতে পুজোর সময় অনেকেই দুধ দিয়ে স্নানজল বানান। মধুপর্ক বানান। তামার পাত্রে এই সব বেশিক্ষণ বানিয়ে রাখা ঠিক নয়। খেলেই সেখান থেকে হতে পারে বিপত্তি। তাই চেষ্টা করবেন তামার পাত্রে দুধ, দই, কলা এসব বেশিক্ষণ ফেলে না রাখতে।

তামার কোসাকুসিতে পুজোর সময় অনেকেই দুধ দিয়ে স্নানজল বানান। মধুপর্ক বানান। তামার পাত্রে এই সব বেশিক্ষণ বানিয়ে রাখা ঠিক নয়। খেলেই সেখান থেকে হতে পারে বিপত্তি। তাই চেষ্টা করবেন তামার পাত্রে দুধ, দই, কলা এসব বেশিক্ষণ ফেলে না রাখতে।

6 / 6
Follow Us: