Monsoon Sickness: বর্ষা আসার আনন্দে নাচছেন? জানুন কী রোগ অপেক্ষা করছে আপনার জন্য

Monsoon Diseases: টাইফয়েড, কলেরার মতো বর্ষার আরও একটি রোগ হল টাইফয়েড। শরীরের সব শক্তি শুষে নেয় এই রোগ। রোগের কথাতো জানলেন। এবার জানুন এই সব রোগ এড়াতে কী আগাম সতর্কতা অবলম্বন করবেন...

| Edited By: | Updated on: Jun 20, 2023 | 6:42 PM
আসছে বর্ষা! মাত্র কয়েক পশলা বৃষ্টিতেই বঙ্গবাসীর মনে আনন্দের শেষ নেই। তবে বৃষ্টি পড়লেই আনন্দ পাওয়ার আগে জেনে নিন বর্ষার বেশ কিছু রোগের সম্মন্ধে।

আসছে বর্ষা! মাত্র কয়েক পশলা বৃষ্টিতেই বঙ্গবাসীর মনে আনন্দের শেষ নেই। তবে বৃষ্টি পড়লেই আনন্দ পাওয়ার আগে জেনে নিন বর্ষার বেশ কিছু রোগের সম্মন্ধে।

1 / 8
বর্ষায় সবচেয়ে বেশি জলবাহিত রোগের প্রকোপ বাড়ে। এই জলবাহিত রোগের মধ্য়ে অন্যতম হল কলেরা। এর থেকে ডায়ারিয়া, ডি-হাইড্রেশন। এই রোগের প্রতিকার হল পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া ও পরিষ্কার জল খাওয়া।

বর্ষায় সবচেয়ে বেশি জলবাহিত রোগের প্রকোপ বাড়ে। এই জলবাহিত রোগের মধ্য়ে অন্যতম হল কলেরা। এর থেকে ডায়ারিয়া, ডি-হাইড্রেশন। এই রোগের প্রতিকার হল পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া ও পরিষ্কার জল খাওয়া।

2 / 8
বর্ষায় বাড়ে হেপাটাইটিস-এ রোগের ঝুঁকি। সরাসরি যকৃতের উপর থাবা বসায় এই রোগ। বাড়াবাড়ি হলে পরে তা জন্ডিস বা মারাত্মক জ্বরেও রূপান্তরিত হয়।

বর্ষায় বাড়ে হেপাটাইটিস-এ রোগের ঝুঁকি। সরাসরি যকৃতের উপর থাবা বসায় এই রোগ। বাড়াবাড়ি হলে পরে তা জন্ডিস বা মারাত্মক জ্বরেও রূপান্তরিত হয়।

3 / 8
টাইফয়েড, কলেরার মতো বর্ষার আরও একটি রোগ হল টাইফয়েড। শরীরের সব শক্তি শুষে নেয় এই রোগ। রোগের কথাতো জানলেন। এবার জানুন এই সব রোগ এড়াতে কী আগাম সতর্কতা অবলম্বন করবেন...

টাইফয়েড, কলেরার মতো বর্ষার আরও একটি রোগ হল টাইফয়েড। শরীরের সব শক্তি শুষে নেয় এই রোগ। রোগের কথাতো জানলেন। এবার জানুন এই সব রোগ এড়াতে কী আগাম সতর্কতা অবলম্বন করবেন...

4 / 8
প্রথমেই কলের জল খাওয়া বন্ধ করুন। আর খেলেও তা অবশ্যই পরিশোধন করে খান। জল ফুটিয়ে খেলে আরও ভাল। সবসময় পরিষ্কার জায়গায় জল রাখুন।

প্রথমেই কলের জল খাওয়া বন্ধ করুন। আর খেলেও তা অবশ্যই পরিশোধন করে খান। জল ফুটিয়ে খেলে আরও ভাল। সবসময় পরিষ্কার জায়গায় জল রাখুন।

5 / 8
বর্ষাকালে হাত ভাল করে ধোবেন। কারণ আমাদের হাতে অনেক জীবানু থাকে যা থেকে পেট খারাপের সমস্যা দেখা দেয়।

বর্ষাকালে হাত ভাল করে ধোবেন। কারণ আমাদের হাতে অনেক জীবানু থাকে যা থেকে পেট খারাপের সমস্যা দেখা দেয়।

6 / 8
 বর্ষাকালে শাক-সবজি খাওয়ার আগে ভাল করে ধুয়ে নিন। কারণ বর্ষাকালে শাকসবজিতে বৃষ্টির দল লেগে থাকে যা পেটে গেলে বিপদ হতে পারে।

বর্ষাকালে শাক-সবজি খাওয়ার আগে ভাল করে ধুয়ে নিন। কারণ বর্ষাকালে শাকসবজিতে বৃষ্টির দল লেগে থাকে যা পেটে গেলে বিপদ হতে পারে।

7 / 8
জল জমে থাকা জায়গা থেকে দূরে থাকুন। বর্ষাকালে বাইরে থেকে এসে হাত, পা ভাল করে ধুতে হবে। এবং অবশ্যই পোশাক বদলাবেন।

জল জমে থাকা জায়গা থেকে দূরে থাকুন। বর্ষাকালে বাইরে থেকে এসে হাত, পা ভাল করে ধুতে হবে। এবং অবশ্যই পোশাক বদলাবেন।

8 / 8
Follow Us: