Robin Singh: ভারতের ‘জন্টি রোডস’, প্রাক্তন ক্রিকেটার রবিন সিং এখন ষাট ছুঁইছঁই

রবীন্দ্র রামনারায়ণ রবিন সিং। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার। ১৯৬৩ সালের ১৪ সেপ্টেম্বর জন্ম ত্রিনিদাদ ও টোবাগোয়। ছোট বয়সেই ক্রিকেটার হওয়ার আশায় বাবা-মার হাত ধরে ভারতে চলে আসেন।

| Edited By: | Updated on: Sep 14, 2022 | 9:30 AM
রবীন্দ্র রামনারায়ণ রবিন সিং। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার। ১৯৬৩ সালের ১৪ সেপ্টেম্বর জন্ম ত্রিনিদাদ ও টোবাগোয়। ছোট বয়সেই ক্রিকেটার হওয়ার আশায় বাবা-মার হাত ধরে ভারতে চলে আসেন। (ছবি:টুইটার)

রবীন্দ্র রামনারায়ণ রবিন সিং। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার। ১৯৬৩ সালের ১৪ সেপ্টেম্বর জন্ম ত্রিনিদাদ ও টোবাগোয়। ছোট বয়সেই ক্রিকেটার হওয়ার আশায় বাবা-মার হাত ধরে ভারতে চলে আসেন। (ছবি:টুইটার)

1 / 5
ক্রিকেট জীবনে আহামরি তেমন কিছু করেননি। ক্রিকেটকে বিদায় জানানোর পরও না। সেই রবিন সিংয়ের বয়স আজ ষাট ছুঁইছুঁই। ৫৯তম জন্মদিন পালন করছেন প্রাক্তন ক্রিকেটার। (ছবি:টুইটার)

ক্রিকেট জীবনে আহামরি তেমন কিছু করেননি। ক্রিকেটকে বিদায় জানানোর পরও না। সেই রবিন সিংয়ের বয়স আজ ষাট ছুঁইছুঁই। ৫৯তম জন্মদিন পালন করছেন প্রাক্তন ক্রিকেটার। (ছবি:টুইটার)

2 / 5
রবিন সিং ছিলেন দারুণ ফিল্ডার। ক্ষিপ্রগতিতে প্রায় উড়ে গিয়ে ক্যাচ ধরতেন। ভারতের সেরা ফিল্ডারদের তালিকায় থাকবেন রবিন। তাঁকে অনেকে ভারতের 'জন্টি রোডস' অ্যাখ্যা দিয়েছেন। (ছবি:টুইটার)

রবিন সিং ছিলেন দারুণ ফিল্ডার। ক্ষিপ্রগতিতে প্রায় উড়ে গিয়ে ক্যাচ ধরতেন। ভারতের সেরা ফিল্ডারদের তালিকায় থাকবেন রবিন। তাঁকে অনেকে ভারতের 'জন্টি রোডস' অ্যাখ্যা দিয়েছেন। (ছবি:টুইটার)

3 / 5
রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে খেলতেন। ১৯৮৯ সালে ওয়ানডে দলে ডেবিউ করেন রবিন সিং। ১৯৯৮ সালে টেস্ট দলে অভিষেক হয়।  (ছবি:টুইটার)

রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে খেলতেন। ১৯৮৯ সালে ওয়ানডে দলে ডেবিউ করেন রবিন সিং। ১৯৯৮ সালে টেস্ট দলে অভিষেক হয়। (ছবি:টুইটার)

4 / 5
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী সংস্করণে ডেকান চার্জারসের হেড কোচের দায়িত্ব পালন করেন রবিন সিং। সেবার ডেকানের পয়েন্ট তালিকার একদম নীচে ছিল। বিশ্বের বিভিন্ন দেশে কোচিং করিয়েছেন রবিন৷ সবশেষ ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন। (ছবি:টুইটার)

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী সংস্করণে ডেকান চার্জারসের হেড কোচের দায়িত্ব পালন করেন রবিন সিং। সেবার ডেকানের পয়েন্ট তালিকার একদম নীচে ছিল। বিশ্বের বিভিন্ন দেশে কোচিং করিয়েছেন রবিন৷ সবশেষ ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: