CWG 2022: দীপিকার সামনে মাথা নত করেছিল ফেডারেশন, স্কোয়াশকে নতুন দিশা দেখিয়েছিলেন ডিকের স্ত্রী
Commonwealth Games 2022: আজ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী। এ বারের কমনওয়েলথে ভারতকে স্কোয়াশ থেকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকের স্ত্রী, ভারতের তারকা স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকাল। একটা সময় দীপিকার জেদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল ফেডারেশনও। সেই দীপিকাই ভারতে স্কোয়াশকে নতুন দিশা দেখিয়েছিলেন।
Most Read Stories