Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia-Priyanka: বিদেশের মাটিতে অসহায় আলিয়া, অভিনেত্রীকে বাথরুম যেতে সাহায্য করলেন প্রিয়াঙ্কা?

Secret: পোশাকের রং সাদা। পুরোটাই তৈরি মুক্তো দিয়ে। পোশাকটি তৈরি করতে মোট ১ লাখ মুক্তো ব্যবহার করা হয়। লং টেইল সেই পোশাক পরে অস্বস্তিতে হওয়াটাই স্বাভাবিক।

| Edited By: | Updated on: May 07, 2023 | 8:45 AM
বলিউড থেকে হলিউড তাবড় সব সেলেবরা অপেক্ষায় বসে থাকেন বিশ্বের সব থেকে বড় ফ্যাশন ইভেন্টে ডাক পাবার অপেক্ষায়। ঐশ্বর্য রাই, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ-সহ একাধিক তারকাকে এর আগে দেখা গিয়েছে মেট গালার রেড পার্কেটে। এই বছর প্রথম আর্ন্তজাতিক এই ফ্যাশন মঞ্চ থেকে ডাক পেলেন আলিয়া ভাট।

বলিউড থেকে হলিউড তাবড় সব সেলেবরা অপেক্ষায় বসে থাকেন বিশ্বের সব থেকে বড় ফ্যাশন ইভেন্টে ডাক পাবার অপেক্ষায়। ঐশ্বর্য রাই, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ-সহ একাধিক তারকাকে এর আগে দেখা গিয়েছে মেট গালার রেড পার্কেটে। এই বছর প্রথম আর্ন্তজাতিক এই ফ্যাশন মঞ্চ থেকে ডাক পেলেন আলিয়া ভাট।

1 / 8
১০ বছর হয়ে গিয়েছে বলিউডে দাপটের সঙ্গে কাজ করছেন আলিয়া ভাট। করণ জোহরের সঙ্গে প্রথম কাজ করা তাঁর। এরপর একে একে অনবদ্য অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। কখনও গলি বয়, কখনও আবার রাজি, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি।

১০ বছর হয়ে গিয়েছে বলিউডে দাপটের সঙ্গে কাজ করছেন আলিয়া ভাট। করণ জোহরের সঙ্গে প্রথম কাজ করা তাঁর। এরপর একে একে অনবদ্য অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। কখনও গলি বয়, কখনও আবার রাজি, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি।

2 / 8
সানায়া চরিত্র থেকে শুরু, গাঙ্গুবাঈ-এ নজর কাড়া অভিনয়ে প্রশংসিত আলিয়া এবার তাক লাগালেন মেটগালার রেডকার্পেটে। কেরিয়ারে এই প্রথম মেটগালা থেকে ডাক পেলেন তিনি। তবে প্রথম মেটগালায় পা রেখে রীতিমত অস্বস্তিতে ছিলেন আলিয়া ভাট। সাহায্য চেয়েছিলেন প্রিয়াঙ্কার থেকে।

সানায়া চরিত্র থেকে শুরু, গাঙ্গুবাঈ-এ নজর কাড়া অভিনয়ে প্রশংসিত আলিয়া এবার তাক লাগালেন মেটগালার রেডকার্পেটে। কেরিয়ারে এই প্রথম মেটগালা থেকে ডাক পেলেন তিনি। তবে প্রথম মেটগালায় পা রেখে রীতিমত অস্বস্তিতে ছিলেন আলিয়া ভাট। সাহায্য চেয়েছিলেন প্রিয়াঙ্কার থেকে।

3 / 8
অতীতে বলিউডের একাধিক স্টার মেটগালাতে উপস্থিত হয়েছিলেন। কখনও প্রিয়াঙ্কা চোপড়া, কখনও আবার দীপিকা পাড়ুকোন, নজর কেড়েছেন সকলের। তবে প্রিয়াঙ্কা চোপড়ার কাছে মেটগালা জলভাত।

অতীতে বলিউডের একাধিক স্টার মেটগালাতে উপস্থিত হয়েছিলেন। কখনও প্রিয়াঙ্কা চোপড়া, কখনও আবার দীপিকা পাড়ুকোন, নজর কেড়েছেন সকলের। তবে প্রিয়াঙ্কা চোপড়ার কাছে মেটগালা জলভাত।

4 / 8
তাঁরই খোঁজে প্রশ্ন করেছিলেন আলিয়া ভাট। জানতে চেয়েছিলেন, তিনি কখন কোথায় থাকবেন? কারণ একটাই, তিনি বাথরুমে যেতে পারতেন না একা-একা, পোশাকের কারণে।

তাঁরই খোঁজে প্রশ্ন করেছিলেন আলিয়া ভাট। জানতে চেয়েছিলেন, তিনি কখন কোথায় থাকবেন? কারণ একটাই, তিনি বাথরুমে যেতে পারতেন না একা-একা, পোশাকের কারণে।

5 / 8
সবটা শুনে প্রিয়াঙ্কা বলেছিলেন, তিনি সেখানেই থাকবেন, আলিয়া ঢুকলেই তাঁকে দেখতে পাবেন। ডিপ নেকলাইন পোশাকে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন আলিয়া।

সবটা শুনে প্রিয়াঙ্কা বলেছিলেন, তিনি সেখানেই থাকবেন, আলিয়া ঢুকলেই তাঁকে দেখতে পাবেন। ডিপ নেকলাইন পোশাকে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন আলিয়া।

6 / 8
পোশাকের রং সাদা। পুরোটাই তৈরি মুক্তো দিয়ে। পোশাকটি তৈরি করতে মোট ১ লাখ মুক্তো ব্যবহার করা হয়। লং টেইল সেই পোশাক পরে অস্বস্তিতে হওয়াটাই স্বাভাবিক। সেই কারণেই প্রিয়াঙ্কাকে খুঁজেছিলেন আলিয়া।

পোশাকের রং সাদা। পুরোটাই তৈরি মুক্তো দিয়ে। পোশাকটি তৈরি করতে মোট ১ লাখ মুক্তো ব্যবহার করা হয়। লং টেইল সেই পোশাক পরে অস্বস্তিতে হওয়াটাই স্বাভাবিক। সেই কারণেই প্রিয়াঙ্কাকে খুঁজেছিলেন আলিয়া।

7 / 8
মেটগালা নিয়ে মুখ খুলে এমনই অভিজ্ঞতা শেয়ার করলেন আলিয়া ভাট। আলিয়া ভাটের এই লুক পলকে জায়গা করে নিল সোশ্যাল মিডিয়ার পাতায়। চেনা পোজ দিয়ে সকলের নজর কাড়েছেন কাপুর পরিবারের পুত্রবধু।

মেটগালা নিয়ে মুখ খুলে এমনই অভিজ্ঞতা শেয়ার করলেন আলিয়া ভাট। আলিয়া ভাটের এই লুক পলকে জায়গা করে নিল সোশ্যাল মিডিয়ার পাতায়। চেনা পোজ দিয়ে সকলের নজর কাড়েছেন কাপুর পরিবারের পুত্রবধু।

8 / 8
Follow Us: