Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolly Gossip: গোটা দিন জুড়ে আমির আমায় চুমু খেতে বাধ্য করে: নভনীত নিশান

Bolly Gossip: মনে আছে আইকনিক ছবি 'হাম হ্যায় রহি প্যায়ার কে'-র কথা। জুহি চাওলা, আমির খান ও একদল কচি কাঁচা...তবে ওই ভিড়ে আরও একজন ছিলেন। নীল চোখ, গ্লসি ঠোঁটের 'মায়া'? মনে আছে?

| Edited By: | Updated on: Jul 26, 2023 | 8:45 AM
 মনে আছে আইকনিক ছবি 'হাম হ্যায় রহি প্যায়ার কে'-র কথা। জুহি চাওলা, আমির খান ও একদল কচি কাঁচা...তবে ওই ভিড়ে আরও একজন ছিলেন। নীল চোখ, গ্লসি ঠোঁটের 'মায়া'? মনে আছে?

মনে আছে আইকনিক ছবি 'হাম হ্যায় রহি প্যায়ার কে'-র কথা। জুহি চাওলা, আমির খান ও একদল কচি কাঁচা...তবে ওই ভিড়ে আরও একজন ছিলেন। নীল চোখ, গ্লসি ঠোঁটের 'মায়া'? মনে আছে?

1 / 8
ছবি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। এত বছর পর ওই ছবি নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন সেই মায়া ওরফে নভনীত নিশান।

ছবি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। এত বছর পর ওই ছবি নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন সেই মায়া ওরফে নভনীত নিশান।

2 / 8
 জানালেন ছবির সেটে নাকি সারাদিন চুমু খেতে বাধ্য করেছিলেন 'দুষ্টু' আমির খান। কী ঘটেছিল সেদিন?

জানালেন ছবির সেটে নাকি সারাদিন চুমু খেতে বাধ্য করেছিলেন 'দুষ্টু' আমির খান। কী ঘটেছিল সেদিন?

3 / 8
 নভনীতের কথায়, "ছবিতে একটা দৃশ্য ছিল। দৃশ্যটি এরকম আমি আমিরকে ওর বাড়ি থেকে তুলতে যাই। ওর গালে একটা চুমু খাই।"

নভনীতের কথায়, "ছবিতে একটা দৃশ্য ছিল। দৃশ্যটি এরকম আমি আমিরকে ওর বাড়ি থেকে তুলতে যাই। ওর গালে একটা চুমু খাই।"

4 / 8
নভনীত যোগ করেন, "এরপরই আমির বলতে থাকে ওই সিনের নাকি কন্টিনিউটি হওয়া দরকার লিপস্টিকের দাগটা যেরকম ভাবে প্রথম সিনে বসেছিল, ঠিক তেমনটাই নাকি হওয়া চাই।"

নভনীত যোগ করেন, "এরপরই আমির বলতে থাকে ওই সিনের নাকি কন্টিনিউটি হওয়া দরকার লিপস্টিকের দাগটা যেরকম ভাবে প্রথম সিনে বসেছিল, ঠিক তেমনটাই নাকি হওয়া চাই।"

5 / 8
তাঁর কথায়, "তাই সারাটা দিন ধরেই আমির আমায় ওর গালে চুমু খাওয়ায়। তা সে ৭/৮ বার তো হবে।"

তাঁর কথায়, "তাই সারাটা দিন ধরেই আমির আমায় ওর গালে চুমু খাওয়ায়। তা সে ৭/৮ বার তো হবে।"

6 / 8
মনে মনে যদিও বেশ ভালই লেগেছিল নভনীতের। জানিয়েছেন সে কথাও। বন্ধুদের এসে ভাগ করে নিয়েছিলেন অভিজ্ঞতা।

মনে মনে যদিও বেশ ভালই লেগেছিল নভনীতের। জানিয়েছেন সে কথাও। বন্ধুদের এসে ভাগ করে নিয়েছিলেন অভিজ্ঞতা।

7 / 8
তাঁর কথায়, "বাড়ি ফিরেই সকলকে বলতে থাকি, দেখো, আমি আমির খানকে চুমু খেয়ে এসেছি। তাও আবার সারাটা দিন জুড়ে। মেরি তো লটারি লাগ গয়ি।"

তাঁর কথায়, "বাড়ি ফিরেই সকলকে বলতে থাকি, দেখো, আমি আমির খানকে চুমু খেয়ে এসেছি। তাও আবার সারাটা দিন জুড়ে। মেরি তো লটারি লাগ গয়ি।"

8 / 8
Follow Us: