Exfoliation: একদিন ছাড়াই স্ক্রাব ব্যবহার করেন? অজান্তেই ত্বকের ক্ষতি করছেন না তো?

ত্বকের ওপর থেকে মৃত কোষকে দূর করা জন্য নিয়মিত স্ক্রাব ব্যবহার করা প্রয়োজন। কিন্তু ভুল পদ্ধতিতে যদি বার বার স্ক্রাব ব্যবহার করেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই স্ক্রাব ব্যবহার করার সঠিক উপায়গুলো জেনে নিন...

| Edited By: | Updated on: Feb 06, 2022 | 9:45 AM
স্ক্রাব করার আগে ত্বককে ময়শ্চারাইজ অত্যন্ত প্রয়োজন। তাই যেদিন ফেস স্ক্রাব করার পরিকল্পনা থাকবে, তার আগের রাতে ভাল করে মুখে ক্রিম লাগিয়ে তবে ঘুমাতে যান। সকালে উঠে পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন। তারপর স্ক্রাব ব্যবহার করুন।

স্ক্রাব করার আগে ত্বককে ময়শ্চারাইজ অত্যন্ত প্রয়োজন। তাই যেদিন ফেস স্ক্রাব করার পরিকল্পনা থাকবে, তার আগের রাতে ভাল করে মুখে ক্রিম লাগিয়ে তবে ঘুমাতে যান। সকালে উঠে পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন। তারপর স্ক্রাব ব্যবহার করুন।

1 / 6
শুধুমাত্র ফেস স্ক্রাবিংয়ের আগে নয়, একই ভাবে স্ক্রাবিং করার পরেও প্রয়োজন ত্বককে ময়শ্চারাইজ করা। কারণ স্ক্রাব করার পর সাময়িক ভাবে ত্বক শুষ এবং রুক্ষ হয়ে যায়। তাই স্ক্রাবিং করার পর অবশ্যই মুখে ময়শ্চারাইজার লাগাতে হবে।

শুধুমাত্র ফেস স্ক্রাবিংয়ের আগে নয়, একই ভাবে স্ক্রাবিং করার পরেও প্রয়োজন ত্বককে ময়শ্চারাইজ করা। কারণ স্ক্রাব করার পর সাময়িক ভাবে ত্বক শুষ এবং রুক্ষ হয়ে যায়। তাই স্ক্রাবিং করার পর অবশ্যই মুখে ময়শ্চারাইজার লাগাতে হবে।

2 / 6
স্ক্রাবিং করা যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। তাই হাতে সময় নিয়ে ধৈর্য ধরে স্ক্রাবিং করুন। তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। খুব ঘন ঘন স্ক্রাব করবেন না। এতে ত্বকের ক্ষতি হয়। সপ্তাহে দু'দিন স্ক্রাব ব্যবহার করবেন।

স্ক্রাবিং করা যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। তাই হাতে সময় নিয়ে ধৈর্য ধরে স্ক্রাবিং করুন। তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। খুব ঘন ঘন স্ক্রাব করবেন না। এতে ত্বকের ক্ষতি হয়। সপ্তাহে দু'দিন স্ক্রাব ব্যবহার করবেন।

3 / 6
খুব আলতো হাতে স্ক্রাব লাগাতে হবে মুখে। বেশি চাপ দেবেন না ত্বকের ওপর। কারণ মুখের চামড়া এমনিতেই নরম হয়। তাই গায়ে জোরে স্ক্রাব লাগিয়ে ঘষলে কিন্তু ত্বকের বারোটা বাজতে বেশি সময় লাগবে না।

খুব আলতো হাতে স্ক্রাব লাগাতে হবে মুখে। বেশি চাপ দেবেন না ত্বকের ওপর। কারণ মুখের চামড়া এমনিতেই নরম হয়। তাই গায়ে জোরে স্ক্রাব লাগিয়ে ঘষলে কিন্তু ত্বকের বারোটা বাজতে বেশি সময় লাগবে না।

4 / 6
স্ক্রাব করার পর মুখে ধোয়ার জন্য পরিষ্কার ঠাণ্ডা জল ব্যবহার করতে হবে। আলগা হাতে অল্প অল্প করে জল দিয়ে মুখে ধুয়ে নিতে হবে। তারপর নরম তোয়ালে বা গামছা দিয়ে আলতো হাতে মুখ মুছতে হবে। কোনও সময়েই ত্বকের উপর তোয়ালে বা গামছা গায়ের জোরে ঘষবেন না।

স্ক্রাব করার পর মুখে ধোয়ার জন্য পরিষ্কার ঠাণ্ডা জল ব্যবহার করতে হবে। আলগা হাতে অল্প অল্প করে জল দিয়ে মুখে ধুয়ে নিতে হবে। তারপর নরম তোয়ালে বা গামছা দিয়ে আলতো হাতে মুখ মুছতে হবে। কোনও সময়েই ত্বকের উপর তোয়ালে বা গামছা গায়ের জোরে ঘষবেন না।

5 / 6
যদি ত্বক খুব রুক্ষ বা শুষ্ক হয়ে থাকে কিংবা ত্বকে কোনও র‍্যাস বা অ্যালার্জি দেখা দেয়, তাহলে সেই অবস্থায় একেবারেই স্ক্রাব করবেন না। এতে সমস্যা আরও বেড়ে যেতে পারে। ত্বকে ব্রণর সমস্যা থাকলেও স্ক্রাব ব্যবহার করবেন না। এতে ত্বকের ক্ষতি হবে।

যদি ত্বক খুব রুক্ষ বা শুষ্ক হয়ে থাকে কিংবা ত্বকে কোনও র‍্যাস বা অ্যালার্জি দেখা দেয়, তাহলে সেই অবস্থায় একেবারেই স্ক্রাব করবেন না। এতে সমস্যা আরও বেড়ে যেতে পারে। ত্বকে ব্রণর সমস্যা থাকলেও স্ক্রাব ব্যবহার করবেন না। এতে ত্বকের ক্ষতি হবে।

6 / 6
Follow Us: