চিকিৎসকদের মতে, সাধারণ মাস্ক করোনা সংক্রমণ রোধ করলেও, এন৯৫ মাস্ক পরলে বাড়তি নিরাপত্তা পাওয়া সম্ভব। কারণ করোনা ভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টগুলির তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্ট অনেক বেশি মাত্রায় সংক্রমক।ওমিক্রন সংক্রমন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এন৯৫ ও চিনে তৈরি কেএন৯৫ মাস্কের চাহিদা নিত্যদিন বাড়ছে। চিনের তৈরি মাস্ক ভাইরাসের সংক্রমণ রুখতে কম কার্যকরী বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। ই-কমার্স ওয়েবসাইট গুলিতে মিলছে এই দু'ধরনের মাস্ক। চিকিৎসকরা জানিয়েছেন, উভয় ধরনের মাস্কই নীল সার্জিকাল মাস্ক বা কাপড়ের তৈরি মাস্কের তুলনায় বেশি কার্যকরী।