Nails Care: শীতকালে সুন্দর নখ পেতে চান? মেনে চলুন সহজ কয়েকটি উপায়

শরীরের অন্যান্য অংশের মত নখেরও বিশেষ যত্নের প্রয়োজন হয়। যদি আপনি নখের সঠিকভাবে যত্ন না নেন, তাহলে সেগুলি শুষ্ক ও দুর্বল হয়ে যায় এবং সহজেই ভেঙে যায়। শীতকালে নখের কিউটিকল ভঙ্গুর, রুক্ষ হওয়া থেকে রক্ষা করার জন্য রয়েছে কিছু প্রাকৃতিক ও ঘরোয়া নিয়ম। এক নজরে দেখে নিন সেগুলো কী-কী

| Edited By: | Updated on: Dec 31, 2021 | 5:07 PM
ভিটামিন ই তেল নখের জন্য উপকারী। এই তেল তৈরি করার জন্য প্রয়োজন একটি ভিটামিন ই ক্যাপসুল, এক টেবিল চামচ বাদাম বা আমন্ডের তেল এবং ২ থেকে ৩ ফোঁটা যে কোনও এসেন্সিয়াল অয়েল। একটি কাপে ভিটামিন ই এর একটি ক্যাপসুল কেটে নিন। এতে বাদামের তেল যোগ করুন এবং কয়েক ফোঁটা যে কোনও এসেন্সিয়াল অয়েল যোগ করুন। এই সব উপাদান গুলিকে ভাল করে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি আপনার নখের কিউটিকলে লাগান এবং প্রায় ১৫ মিনিটের জন্য রেখে দিন। ভাল ফলাফল পাওয়ার জন্য এই মিশ্রণটিকে সারারাত নখের ওপর লাগিয়ে রাখতে পারেন।

ভিটামিন ই তেল নখের জন্য উপকারী। এই তেল তৈরি করার জন্য প্রয়োজন একটি ভিটামিন ই ক্যাপসুল, এক টেবিল চামচ বাদাম বা আমন্ডের তেল এবং ২ থেকে ৩ ফোঁটা যে কোনও এসেন্সিয়াল অয়েল। একটি কাপে ভিটামিন ই এর একটি ক্যাপসুল কেটে নিন। এতে বাদামের তেল যোগ করুন এবং কয়েক ফোঁটা যে কোনও এসেন্সিয়াল অয়েল যোগ করুন। এই সব উপাদান গুলিকে ভাল করে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি আপনার নখের কিউটিকলে লাগান এবং প্রায় ১৫ মিনিটের জন্য রেখে দিন। ভাল ফলাফল পাওয়ার জন্য এই মিশ্রণটিকে সারারাত নখের ওপর লাগিয়ে রাখতে পারেন।

1 / 6
একটি পাত্রের মধ্যে গরম জলের সঙ্গে আধ চা চামচ টাটকা লেবুর রস যোগ করে মিশিয়ে নিন ভাল করে। এবার তাতে আঙ্গুলগুলিকে ডুবিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিন। তবে ১০ মিনিটের বেশি ডুবিয়ে না রাখাই ভাল। এই পদ্ধতিতে নখের কিউটিকলগুলি নরম থাকে, ত্বকের মৃত কোষ অপসারণ হয়ে পরিস্কার দেখায়। লেবুর রসের জন্য নখের চারপাশের ত্বক আরও উজ্জ্বল দেখায়।

একটি পাত্রের মধ্যে গরম জলের সঙ্গে আধ চা চামচ টাটকা লেবুর রস যোগ করে মিশিয়ে নিন ভাল করে। এবার তাতে আঙ্গুলগুলিকে ডুবিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিন। তবে ১০ মিনিটের বেশি ডুবিয়ে না রাখাই ভাল। এই পদ্ধতিতে নখের কিউটিকলগুলি নরম থাকে, ত্বকের মৃত কোষ অপসারণ হয়ে পরিস্কার দেখায়। লেবুর রসের জন্য নখের চারপাশের ত্বক আরও উজ্জ্বল দেখায়।

2 / 6
এক চামচ ক্যাস্টর অয়েল এবং এক টেবিল চামচ নারকেলের তেল ভাল করে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করুন। আপনি যদি চান, তাহলে অল্প করে এই তেলকে গরম করে নিতে পারেন। এরপর তেলের এই সংমিশ্রণটি আপনার নখের কিউটিকলে লাগান এবং প্রায় ১৫ মিনিটের জন্য রেখে দিন। ভাল ফলাফল পাওয়ার জন্য এই মিশ্রণটিকে সারারাত নখের ওপর লাগিয়ে রাখতে পারেন।

এক চামচ ক্যাস্টর অয়েল এবং এক টেবিল চামচ নারকেলের তেল ভাল করে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করুন। আপনি যদি চান, তাহলে অল্প করে এই তেলকে গরম করে নিতে পারেন। এরপর তেলের এই সংমিশ্রণটি আপনার নখের কিউটিকলে লাগান এবং প্রায় ১৫ মিনিটের জন্য রেখে দিন। ভাল ফলাফল পাওয়ার জন্য এই মিশ্রণটিকে সারারাত নখের ওপর লাগিয়ে রাখতে পারেন।

3 / 6
তিন চা চামচ বেসন, ২ চা চামচ দই মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার এই মিশ্রণে এক চিমটে হলুদ যোগ করে ভাল করে মিশিয়ে নিন। এবার পেস্টটি আঙ্গুলে প্রায় পাঁচ মিনিট ধরে বৃত্তাকার ভাবে আলতো করে স্ক্রাব করুন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।

তিন চা চামচ বেসন, ২ চা চামচ দই মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার এই মিশ্রণে এক চিমটে হলুদ যোগ করে ভাল করে মিশিয়ে নিন। এবার পেস্টটি আঙ্গুলে প্রায় পাঁচ মিনিট ধরে বৃত্তাকার ভাবে আলতো করে স্ক্রাব করুন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।

4 / 6
কিউটিকল জেল তৈরি করার জন্য প্রয়োজন এক চামচ ভ্যাসলিন, এক চামচ শিয়া বাটার এবং ২ থেকে ৩ ফোঁটা যে কোনও এসেন্সিয়াল অয়েল। একটি কাপে ভ্যাসলিন জেল নিন এবং তাতে শিয়া বাটার যোগ করে একটি পেস্ট প্রস্তুত করুন এবং তাতে কয়েক ফোঁটা যে কোনও এসেন্সিয়াল অয়েল যোগ করুন। এই সব উপাদান গুলিকে ভাল করে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি আপনার নখের কিউটিকলে লাগান এবং প্রায় ১৫ মিনিটের জন্য রেখে দিন। ভাল ফলাফল পাওয়ার জন্য এই মিশ্রণটিকে সারারাত নখের ওপর লাগিয়ে রাখতে পারেন।

কিউটিকল জেল তৈরি করার জন্য প্রয়োজন এক চামচ ভ্যাসলিন, এক চামচ শিয়া বাটার এবং ২ থেকে ৩ ফোঁটা যে কোনও এসেন্সিয়াল অয়েল। একটি কাপে ভ্যাসলিন জেল নিন এবং তাতে শিয়া বাটার যোগ করে একটি পেস্ট প্রস্তুত করুন এবং তাতে কয়েক ফোঁটা যে কোনও এসেন্সিয়াল অয়েল যোগ করুন। এই সব উপাদান গুলিকে ভাল করে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি আপনার নখের কিউটিকলে লাগান এবং প্রায় ১৫ মিনিটের জন্য রেখে দিন। ভাল ফলাফল পাওয়ার জন্য এই মিশ্রণটিকে সারারাত নখের ওপর লাগিয়ে রাখতে পারেন।

5 / 6
নখের চারপাশের ত্বক হাইড্রেটেড রাখতে একটি হালকা ও কার্যকরী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়েশ্চারাইজিং ক্রিম কয়েক ফোঁটা নিয়ে আঙ্গুলের চারপাশে একটি ভাল মাসাজ করুন। ময়েশ্চারাইজার ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। শীতকালে সপ্তাহে ৩-৪দিন এই পদ্ধতিগুলি মেনে চললে নখের চারপাশে ফাটল দেখা যায় না।

নখের চারপাশের ত্বক হাইড্রেটেড রাখতে একটি হালকা ও কার্যকরী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়েশ্চারাইজিং ক্রিম কয়েক ফোঁটা নিয়ে আঙ্গুলের চারপাশে একটি ভাল মাসাজ করুন। ময়েশ্চারাইজার ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। শীতকালে সপ্তাহে ৩-৪দিন এই পদ্ধতিগুলি মেনে চললে নখের চারপাশে ফাটল দেখা যায় না।

6 / 6
Follow Us: