ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সারা ভারত কৃষক সভার। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ তুমুল উত্তেজনা।
ন্যায্য মূল্যে সার পাচ্ছেন না কৃষকরা। যার ফলে চাষের কাজে সমস্যায় পড়েছেন তারা । আর তাই কৃষকদের ন্যায্যমূল্যে সার দেওয়ার দাবিতে মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো সারা ভারত কৃষক সভা।
শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়ি দলীয় কার্যালয় থেকে মিছিলটি শহর পরিক্রমা করে ধূপগুড়ি পৌর বাস স্ট্যান্ডে পথ অবরোধে সামিল হন কৃষক সভার সদস্যরা। কৃষকদের ন্যায্যমূল্যে সার দেওয়ার দাবিতে স্লোগান তোলেন তারা। পথ অবরোধের জেরে রাস্তার দু'পাশে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ অবরোধের পর সেটি উঠে যায়।
উল্লেখ্য ১২০০ টাকা মূল্যের সার কৃষকদের কাছ থেকে ২১০০-২৫০০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ধূপগুড়ি বাজারে সারের কৃত্রিম সমস্যা তৈরি করেছেন ।
যার ফলে আলুর বীজ কেনার পরেও অনেকে জমিতে সারের অভাবে আলু লাগাতে পারছেন না। আর তাই এদিন দুপুরে ধূপগুড়ি সহ কৃষি অধিকর্তাকে বিক্ষোভ দেখানোর পর সন্ধ্যায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন সারা ভারত কৃষক সভার সদস্যরা।