Champions League: এই দলগুলির চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনা সবথেকে বেশি

 

| Edited By: | Updated on: Nov 04, 2022 | 9:30 AM
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষ হয়েছে। এর পর শুরু হবে রাউন্ড অব ১৬-এর খেলা। TV9 Bangla বেছে নিল সেই ১০ দলকে যাদের এই মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনা রয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষ হয়েছে। এর পর শুরু হবে রাউন্ড অব ১৬-এর খেলা। TV9 Bangla বেছে নিল সেই ১০ দলকে যাদের এই মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনা রয়েছে।

1 / 10
বেয়ার্ন মিউনিখ: গ্রুপ পর্বের সব কটি ম্যাচেই জিতেছে জার্মানির এই দল। ৬ ম্যাচে মোট ১৮টি গোল করেছে। গোল খেয়েছে মাত্র ২টি।

বেয়ার্ন মিউনিখ: গ্রুপ পর্বের সব কটি ম্যাচেই জিতেছে জার্মানির এই দল। ৬ ম্যাচে মোট ১৮টি গোল করেছে। গোল খেয়েছে মাত্র ২টি।

2 / 10
রিয়াল মাদ্রিদ: গত বারের চ্য়াম্পিয়ন রিয়েল মাদ্রিদ এই মরসুমেও দুরন্ত ছন্দে রয়েছে। ভিনিসিয়াস জুনিয়র, করিম বেঞ্জেমারা ৬ ম্যাচে ১৫টি গোল করেছেন। স্পেনের এই ক্লাব সবথেকে বেশি বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী।

রিয়াল মাদ্রিদ: গত বারের চ্য়াম্পিয়ন রিয়েল মাদ্রিদ এই মরসুমেও দুরন্ত ছন্দে রয়েছে। ভিনিসিয়াস জুনিয়র, করিম বেঞ্জেমারা ৬ ম্যাচে ১৫টি গোল করেছেন। স্পেনের এই ক্লাব সবথেকে বেশি বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী।

3 / 10
নাপোলি: গ্রুপ-এতে চ্যাম্পিয়ন হয়েছে ইটালির এই ক্লাব। জিতেছে পাঁচটি ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচে ২০টি গোল করেছে নাপোলি। এ বারের চ্যাম্পিয়ন্স লিগ ইটালিতে গেলে অবাক হওয়ার কিছু নেই।

নাপোলি: গ্রুপ-এতে চ্যাম্পিয়ন হয়েছে ইটালির এই ক্লাব। জিতেছে পাঁচটি ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচে ২০টি গোল করেছে নাপোলি। এ বারের চ্যাম্পিয়ন্স লিগ ইটালিতে গেলে অবাক হওয়ার কিছু নেই।

4 / 10
প্যারিস সেন্ট জার্মান: গ্রুপ পর্যায়ে অপরাজেয় রয়েছে ফ্রান্সের এই দল। যে দলে মেসি, নেইমার, এমবাপের মতো তারকারা আছেন, তাঁরা সব সময়ই ইউরোপ ক্লাব ফুটবলের সর্বোচ্চ খেতাব জেতার লড়াইয়ে থাকেন।

প্যারিস সেন্ট জার্মান: গ্রুপ পর্যায়ে অপরাজেয় রয়েছে ফ্রান্সের এই দল। যে দলে মেসি, নেইমার, এমবাপের মতো তারকারা আছেন, তাঁরা সব সময়ই ইউরোপ ক্লাব ফুটবলের সর্বোচ্চ খেতাব জেতার লড়াইয়ে থাকেন।

5 / 10
লিভারপুল: সালাহ অ্যান্ড কোম্পানিও এ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লড়াইয়ে রয়েছেন। গ্রুপ পর্যায়ের ৬টি ম্যাচের মধ্যে ৫টিতেই জিতেছে তারা।

লিভারপুল: সালাহ অ্যান্ড কোম্পানিও এ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লড়াইয়ে রয়েছেন। গ্রুপ পর্যায়ের ৬টি ম্যাচের মধ্যে ৫টিতেই জিতেছে তারা।

6 / 10
ইন্টার মিলান: ইটালির এই দল এ বার চ্যাম্পিয়ন্স লিগ দখলের যুদ্ধে এগিয়ে রয়েছে। তাদের দাপটে বার্সেলোনা ছিটকে গিয়েছে প্রতিযোগিতা থেকে।

ইন্টার মিলান: ইটালির এই দল এ বার চ্যাম্পিয়ন্স লিগ দখলের যুদ্ধে এগিয়ে রয়েছে। তাদের দাপটে বার্সেলোনা ছিটকে গিয়েছে প্রতিযোগিতা থেকে।

7 / 10
ম্য়াঞ্চেস্টার সিটি: পেপ গুয়ার্দিওলার দলও চ্যাম্পিয়ন্স লিগের দাবিদার। গ্রুপের ম্যাচে একটিও ম্যাচ হারেনি ইংল্যান্ডের এই দল।

ম্য়াঞ্চেস্টার সিটি: পেপ গুয়ার্দিওলার দলও চ্যাম্পিয়ন্স লিগের দাবিদার। গ্রুপের ম্যাচে একটিও ম্যাচ হারেনি ইংল্যান্ডের এই দল।

8 / 10
টটেনহ্যাম: ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলও এ বার চ্যাম্পিয়ন্স লিগে নজর কেড়েছে। চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী পর্যায়ে বড় বড় দলকে বেগ দিতে তৈরি রয়েছে তারা।

টটেনহ্যাম: ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলও এ বার চ্যাম্পিয়ন্স লিগে নজর কেড়েছে। চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী পর্যায়ে বড় বড় দলকে বেগ দিতে তৈরি রয়েছে তারা।

9 / 10
চেলসি: বড় প্রতিযোগিতায় চেলসি সব সময়ই ফেভারিট তালিকায় থাকে। চ্য়াম্পিয়ন্স লিগেও তার অন্যথা হয়নি। গ্রুপ-ইতে প্রথম স্থানও ধরে রেখেছে এই দল।

চেলসি: বড় প্রতিযোগিতায় চেলসি সব সময়ই ফেভারিট তালিকায় থাকে। চ্য়াম্পিয়ন্স লিগেও তার অন্যথা হয়নি। গ্রুপ-ইতে প্রথম স্থানও ধরে রেখেছে এই দল।

10 / 10
Follow Us: