রক্ষণশীল কাতারের বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে কাতারে উষ্ণতা বাড়াচ্ছেন ক্রোয়েশিয়া টিমের 'লাকি চার্ম' ইভানা নোল। তাঁর পোশাক দেখলে বোঝার উপায় নেই কাতারে মহিলাদের পোশাক নিয়ে বিধিনিষেধের একটি লম্বা-চওড়া তালিকা রয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)
৩০ বছরের ইভানাকে দেশটির সংবাদমাধ্যমের চেনে 'ক্রেয়েশিয়ার সেক্সিয়েস্ট চিয়ারলিডার' নামে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ থেকে শুরু। দেশকে সমর্থন জানাতে পৌঁছে যান স্টেডিয়ামে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও উপস্থিত ছিলেন। (ছবি:ইনস্টাগ্রাম)
কাতারেও তার অন্যথা হয়নি। ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচে গ্যালারি আলো করে এন্ট্রি নেন। প্রথম দিন কাতারের বিধিনিষেধ মেনেই শরীর ঢাকা পোশাক পরেন। (ছবি:ইনস্টাগ্রাম)
তবে ওই একদিনই। পরের ম্যাচগুলিতে খোলস ছেড়ে বেড়িয়ে এলেন ইভানা। দেশের পতাকার আদলে গড়া বিকিনি স্যুটে আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিলেন মরুদেশের উষ্ণতা। (ছবি:ইনস্টাগ্রাম)
ইভানার উপস্থিতি উষ্ণতা বাড়াচ্ছে ক্রোয়েশিয়ার গ্যালারিতে। সেই সঙ্গেই প্রশ্ন উঠছে কাতারের বিধিনিষেধ নিয়ে। কোথায় গেল 'রক্ষনশীল' কাতারের সব নিয়ম-কানুন? (ছবি:ইনস্টাগ্রাম)