Premier League: নটিংহ্যামের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় ফুলহ্যামের
ভিলা-সাউদাম্পটন ছাড়া ইপিএলের ম্যাচে শুক্রবার রাতে মুখোমুখি হয়েছিল নটিংহ্যাম ফরেস্ট ও ফুলহ্যাম। প্রথমার্ধে ১-০ পিছিয়ে ছিল ফুলহ্যাম। সেখান থেকে দ্বিতীয়ার্ধে শুধু কামব্যাকই করেনি ফুলহ্যাম, ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মার্কো সিলভার ছেলেরা।
Most Read Stories