EPL Wags: জর্জিনা-পেরি… ইন্সটাগ্রামে সব চেয়ে জনপ্রিয় ইপিএল তারকাদের ওয়াগসরা
ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলারদের ওয়াগসরা ইন্সটাগ্রামে রীতিমতো জনপ্রিয়। তবে ইপিএল তারকা ফুটবলারদের ওয়াগসদের মধ্যে ইন্সটাগ্রামে ফলোয়ারের দিক থেকে শীর্ষে রয়েছেন ম্যান ইউয়ের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রড্রিগেজ। এই তালিকায় প্রথম ৫-এর মধ্যে রয়েছেন ডেলে আলির বান্ধবী থেকে শুরু করে অ্যালেক্স অক্সালেড চেম্বারলিনের বান্ধবীও।
Most Read Stories