Indian television Actress: কেউ ১ লক্ষ, আবার কেউ ২, টেলিপাড়ার এই ৫ অভিনেত্রীর এপিসোড প্রতি আয় জানেন?

দেখে নেওয়া যাক টেলিপাড়ার এমনই কিছু হায়েস্ট পেয়েড অভিনেত্রীকে, যাঁদের প্রতি এপিসোড প্রতি আয় শুনলে আপনি চমকে যেতে পারেন। দেখুন তো, আপনার প্রিয় অভিনেত্রী এই তালিকায় আছেন কিনা?

| Edited By: | Updated on: Dec 23, 2021 | 11:05 PM
নিজ নিজ ক্ষেত্রে তাঁরা সুপ্রতিষ্ঠি। ইন্ডাস্ট্রিতে তাঁদের চেনেন না হেন কেউ নেই। বছরের পর বছর দিয়েছেন হিট ধারাবাহিক। একই সঙ্গে পারিশ্রমিকও বাড়িয়েছেন পাল্লা দিয়ে। দেখে নেওয়া যাক টেলিপাড়ার এমনই কিছু হায়েস্ট পেয়েড অভিনেত্রীকে, যাঁদের প্রতি এপিসোড প্রতি আয় শুনলে আপনি চমকে যেতে পারেন। দেখুন তো, আপনার প্রিয় অভিনেত্রী এই তালিকায় আছেন কিনা?

নিজ নিজ ক্ষেত্রে তাঁরা সুপ্রতিষ্ঠি। ইন্ডাস্ট্রিতে তাঁদের চেনেন না হেন কেউ নেই। বছরের পর বছর দিয়েছেন হিট ধারাবাহিক। একই সঙ্গে পারিশ্রমিকও বাড়িয়েছেন পাল্লা দিয়ে। দেখে নেওয়া যাক টেলিপাড়ার এমনই কিছু হায়েস্ট পেয়েড অভিনেত্রীকে, যাঁদের প্রতি এপিসোড প্রতি আয় শুনলে আপনি চমকে যেতে পারেন। দেখুন তো, আপনার প্রিয় অভিনেত্রী এই তালিকায় আছেন কিনা?

1 / 6
প্রতি এপিসোডের জন্য হিনা খানের পারিশ্রমিক আনুমানির দুই লক্ষ টাকা।

প্রতি এপিসোডের জন্য হিনা খানের পারিশ্রমিক আনুমানির দুই লক্ষ টাকা।

2 / 6
'নাগিন' অভিনেত্রী নিয়া শর্মার আয় নাকি ৭৫ থেকে ৮০ হাজার এপিসোড প্রতি

'নাগিন' অভিনেত্রী নিয়া শর্মার আয় নাকি ৭৫ থেকে ৮০ হাজার এপিসোড প্রতি

3 / 6
দিব্যাঙ্কা ত্রিপাঠি নাকি এপিসোড প্রতি নেন এক থেকে দেড় লক্ষ টাকা।

দিব্যাঙ্কা ত্রিপাঠি নাকি এপিসোড প্রতি নেন এক থেকে দেড় লক্ষ টাকা।

4 / 6
সাক্ষী তানওয়ারের আয় নাকি এপিসোড প্রতি দেড় লক্ষ টাকা।

সাক্ষী তানওয়ারের আয় নাকি এপিসোড প্রতি দেড় লক্ষ টাকা।

5 / 6
৯০ থেকে ৯৫ হাজার টাকা এপিসোড প্রতি পারিশ্রমিক হিসেবে নেন অঙ্কিতা লোখন্ডে।

৯০ থেকে ৯৫ হাজার টাকা এপিসোড প্রতি পারিশ্রমিক হিসেবে নেন অঙ্কিতা লোখন্ডে।

6 / 6
Follow Us: