PCOS Symptoms: আলট্রা-সাউন্ড না করিয়ে কীভাবে বুঝবেন ওভারিতে সিস্ট হয়েছে?

Periods Problem: বয়স ১৫ হোক বা ২৫, বেশিরভাগ কম বয়সি মহিলাই ভুগছেন পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে। এর পিছনে বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী অস্বাস্থ্যকর লাইফস্টাইল। পিসিওডি হল এমন একটি অবস্থা যেখানে ওভারি অস্বাভাবিকভাবে অ্যান্ড্রোজেন উৎপন্ন করে এবং এর জেরে ওভারিতে সিস্ট গঠিত হয়।

| Updated on: Jul 02, 2024 | 1:18 PM
বয়স ১৫ হোক বা ২৫, বেশিরভাগ কম বয়সি মহিলাই ভুগছেন পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে। এর পিছনে বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী অস্বাস্থ্যকর লাইফস্টাইল।

বয়স ১৫ হোক বা ২৫, বেশিরভাগ কম বয়সি মহিলাই ভুগছেন পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে। এর পিছনে বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী অস্বাস্থ্যকর লাইফস্টাইল।

1 / 8
পিসিওডি হল এমন একটি অবস্থা যেখানে ওভারি অস্বাভাবিকভাবে অ্যান্ড্রোজেন উৎপন্ন করে এবং এর জেরে ওভারিতে সিস্ট গঠিত হয়। আর এই অবস্থায় বাড়তে থাকে ওজন আর অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা।

পিসিওডি হল এমন একটি অবস্থা যেখানে ওভারি অস্বাভাবিকভাবে অ্যান্ড্রোজেন উৎপন্ন করে এবং এর জেরে ওভারিতে সিস্ট গঠিত হয়। আর এই অবস্থায় বাড়তে থাকে ওজন আর অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা।

2 / 8
বেশিরভাগ ক্ষেত্রেই পিসিওডি হলে দেহে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়। মুখের রোমের আধ্যিক বাড়তে থাকে। ব্রণ হয়। হতে থাকে মুড সুইংও।

বেশিরভাগ ক্ষেত্রেই পিসিওডি হলে দেহে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়। মুখের রোমের আধ্যিক বাড়তে থাকে। ব্রণ হয়। হতে থাকে মুড সুইংও।

3 / 8
অনেক মহিলাই প্রাথমিক স্তরে বুঝতে পারেন না যে, তাঁদের ওভারিতে সিস্ট তৈরি হচ্ছে। অনেক সময় প্রাথমিক পর্যায়ে পিসিওডি ধরা পড়ে না। 

অনেক মহিলাই প্রাথমিক স্তরে বুঝতে পারেন না যে, তাঁদের ওভারিতে সিস্ট তৈরি হচ্ছে। অনেক সময় প্রাথমিক পর্যায়ে পিসিওডি ধরা পড়ে না। 

4 / 8
পিসিওডি বা পিসিওএস-এ ভুগলে ওজন বেড়ে যাওয়া খুব স্বাভাবিক। এই সময় দেহে শর্করার মাত্রা ও কর্ট‌িসল লেভেল ওঠানামা করে। এর জেরে ওজন বাড়তে থাকে।

পিসিওডি বা পিসিওএস-এ ভুগলে ওজন বেড়ে যাওয়া খুব স্বাভাবিক। এই সময় দেহে শর্করার মাত্রা ও কর্ট‌িসল লেভেল ওঠানামা করে। এর জেরে ওজন বাড়তে থাকে।

5 / 8
পিসিওএস হলে দেহে ইনসুলিন হরমোনের ভারসাম্যহীনতাও দেখা দেয়। এর জেরে দেহে রক্তে শর্করার মাত্রা বাড়ে। পাশাপাশি মিষ্টি খাবারের প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যায়। 

পিসিওএস হলে দেহে ইনসুলিন হরমোনের ভারসাম্যহীনতাও দেখা দেয়। এর জেরে দেহে রক্তে শর্করার মাত্রা বাড়ে। পাশাপাশি মিষ্টি খাবারের প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যায়। 

6 / 8
পিসিওএস-এ ভুগলে দেহে কর্টি‌সল ও থাইরয়েড হরমোন ভারসাম্য নষ্ট হয়। এতে শরীরও দুর্বল হয়ে পড়ে। কাজ করার এনার্জি কমে যায়। সুতরাং, পিসিওএস-এ ভুগলে শরীর দুর্বল হয়ে থাকে।

পিসিওএস-এ ভুগলে দেহে কর্টি‌সল ও থাইরয়েড হরমোন ভারসাম্য নষ্ট হয়। এতে শরীরও দুর্বল হয়ে পড়ে। কাজ করার এনার্জি কমে যায়। সুতরাং, পিসিওএস-এ ভুগলে শরীর দুর্বল হয়ে থাকে।

7 / 8
পিসিওএস-এ আক্রান্ত হলে মারাত্মক চুল পড়ে। কোনও শ্যাম্পু-তেল মেখেও চুল ঝরা বন্ধ করা যায় না। এছাড়া অনিয়মিত ঋতুস্রাব এবং ঋতুস্রাবের সময় মারাত্মক তলপেটে যন্ত্রণা রয়েছে। এগুলো দেখেই বুঝতে পারবেন যে, আপনি পিসিওএস-এর সমস্যায় ভুগছেন।

পিসিওএস-এ আক্রান্ত হলে মারাত্মক চুল পড়ে। কোনও শ্যাম্পু-তেল মেখেও চুল ঝরা বন্ধ করা যায় না। এছাড়া অনিয়মিত ঋতুস্রাব এবং ঋতুস্রাবের সময় মারাত্মক তলপেটে যন্ত্রণা রয়েছে। এগুলো দেখেই বুঝতে পারবেন যে, আপনি পিসিওএস-এর সমস্যায় ভুগছেন।

8 / 8
Follow Us: