Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Health Tips: জ্বর-সর্দি-কাশিতে ভুগলে স্নান করা কি উচিত?

Fever And Bath: রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। তাই জ্বর হলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা করে নেওয়া উচিত। এতেই রোগ ধরা পড়বে চটজলদি। ফলে চিকিৎসাও শুরু করা যাবে সময়মতো

| Edited By: | Updated on: Oct 30, 2023 | 8:59 AM
ফের একবার তুঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনা। দিনে গরম তো রাতে ঠান্ডা। এদিকে বায়ু দূষণও বাড়ছে তরতরিয়ে। অগত্যা শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়ছে, বাড়ছে জ্বরজ্বালা

ফের একবার তুঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনা। দিনে গরম তো রাতে ঠান্ডা। এদিকে বায়ু দূষণও বাড়ছে তরতরিয়ে। অগত্যা শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়ছে, বাড়ছে জ্বরজ্বালা

1 / 8
এসময় প্রায় প্রত্যেক পরিবারেই একজন না একজন ভাইরাল ফিবারে আক্রান্ত। সেই সঙ্গে নাক বন্ধ, গলা ব্যথা আর দুর্বলতার মতো লক্ষণও রয়েছে বৈকি

এসময় প্রায় প্রত্যেক পরিবারেই একজন না একজন ভাইরাল ফিবারে আক্রান্ত। সেই সঙ্গে নাক বন্ধ, গলা ব্যথা আর দুর্বলতার মতো লক্ষণও রয়েছে বৈকি

2 / 8
রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। তাই জ্বর হলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা করে নেওয়া উচিত। এতেই রোগ ধরা পড়বে চটজলদি। ফলে চিকিৎসাও শুরু করা যাবে সময়মতো

রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। তাই জ্বর হলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা করে নেওয়া উচিত। এতেই রোগ ধরা পড়বে চটজলদি। ফলে চিকিৎসাও শুরু করা যাবে সময়মতো

3 / 8
জ্বরের খপ্পরে পড়ে স্নান এড়িয়ে চলছেন অনেকেই। তাঁদের মতে, গায়ে জ্বর নিয়ে স্নান করলে নাকি সমস্যা আরও বাড়তে পারে

জ্বরের খপ্পরে পড়ে স্নান এড়িয়ে চলছেন অনেকেই। তাঁদের মতে, গায়ে জ্বর নিয়ে স্নান করলে নাকি সমস্যা আরও বাড়তে পারে

4 / 8
সবার মনেই ওই একই প্রশ্ন, সত্যিই কি জ্বর হলে স্নান করা উচিত নয়? এই প্রবন্ধে এই প্রশ্নেরই উত্তর খোঁজা হল। তাই সুস্থ থাকতে চাইলে ঝটপট পড়ে ফেলুন বাকি প্রতিবেদনটা

সবার মনেই ওই একই প্রশ্ন, সত্যিই কি জ্বর হলে স্নান করা উচিত নয়? এই প্রবন্ধে এই প্রশ্নেরই উত্তর খোঁজা হল। তাই সুস্থ থাকতে চাইলে ঝটপট পড়ে ফেলুন বাকি প্রতিবেদনটা

5 / 8
বিশেষজ্ঞদের মতে, জ্বর, সর্দি, কাশিতে রোজ স্নান করা উচিত। এমনকী দু'বেলা স্নান করলেও ক্ষতি নেই। সেই সঙ্গে আরও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরুন- জ্বরের সময় দেহের তাপমাত্রা বেড়ে যায়। তাই তো এই সময় কপালে জলপট্টি দেওয়া উচিত। প্রয়োজনে মাথা ধুয়ে নিতে পারেন

বিশেষজ্ঞদের মতে, জ্বর, সর্দি, কাশিতে রোজ স্নান করা উচিত। এমনকী দু'বেলা স্নান করলেও ক্ষতি নেই। সেই সঙ্গে আরও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরুন- জ্বরের সময় দেহের তাপমাত্রা বেড়ে যায়। তাই তো এই সময় কপালে জলপট্টি দেওয়া উচিত। প্রয়োজনে মাথা ধুয়ে নিতে পারেন

6 / 8
জ্বর কমানোর কোনও ওষুধ খাচ্ছেন কি? তাহলে ঠিক ঠিক সময়ে তা খান। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। তিনি যে ভাবে, যা ওষুধ খেতে বলছেন, সেই মতো খেয়ে যান

জ্বর কমানোর কোনও ওষুধ খাচ্ছেন কি? তাহলে ঠিক ঠিক সময়ে তা খান। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। তিনি যে ভাবে, যা ওষুধ খেতে বলছেন, সেই মতো খেয়ে যান

7 / 8
জ্বর-সর্দি-গলা ব্যথার মতো সমস্যা হলে ঠিক ঠিক খাবার খাওয়া জরুরি। এই সময় ইমিউনিটিকে চাঙ্গা রাখতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। সেই সঙ্গে পাতে থাকুক মাছ, ডিম, মাংস, ফল আর সবজি

জ্বর-সর্দি-গলা ব্যথার মতো সমস্যা হলে ঠিক ঠিক খাবার খাওয়া জরুরি। এই সময় ইমিউনিটিকে চাঙ্গা রাখতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। সেই সঙ্গে পাতে থাকুক মাছ, ডিম, মাংস, ফল আর সবজি

8 / 8
Follow Us: