Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Men Breast Cancer: স্তনের ক্যানসারে আক্রান্ত হন ছেলেরাও, কী দেখে বুঝবেন?

পৃথিবীতে যত স্তন ক্যানসার ধরা পড়ে তার ১ শতাংশই হয় পুরুষের। এবং তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই শুরু থেকেই সাবধনতা প্রয়োজন।

| Updated on: Mar 16, 2024 | 8:30 AM
অনেকেই মনে করেন স্তন ক্যানাসর বুঝি শুধু মেয়েদেরই হয়। কিন্তু এমন ধারণা মোটেই ঠিক নয়।

অনেকেই মনে করেন স্তন ক্যানাসর বুঝি শুধু মেয়েদেরই হয়। কিন্তু এমন ধারণা মোটেই ঠিক নয়।

1 / 8
অনেকেই মনে করেন স্তন ক্যানাসর বুঝি শুধু মেয়েদেরই হয়। কিন্তু এমন ধারণা মোটেই ঠিক নয়।

অনেকেই মনে করেন স্তন ক্যানাসর বুঝি শুধু মেয়েদেরই হয়। কিন্তু এমন ধারণা মোটেই ঠিক নয়।

2 / 8
পুরুষদের শরীরে স্তনের টিস্যু থাকে অল্প পরিমাণে। কিন্তু তাতেও হতে পারে বিপদ।

পুরুষদের শরীরে স্তনের টিস্যু থাকে অল্প পরিমাণে। কিন্তু তাতেও হতে পারে বিপদ।

3 / 8
পৃথিবীতে যত স্তন ক্যানসার ধরা পড়ে তার ১ শতাংশই হয় পুরুষের। এবং তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই শুরু থেকেই সাবধনতা প্রয়োজন।

পৃথিবীতে যত স্তন ক্যানসার ধরা পড়ে তার ১ শতাংশই হয় পুরুষের। এবং তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই শুরু থেকেই সাবধনতা প্রয়োজন।

4 / 8
উপসর্গ সম্পর্কে সচেতন থাকলে দ্রুত চিহ্নিত হতে পারে ক্যানসার।  স্তনের আশপাশে ব্যথা ও ফোলা ভাব, স্তনে ঘা কিংবা লালচে ভাব এই মারণরোগের লক্ষণ হতে পারে। 

উপসর্গ সম্পর্কে সচেতন থাকলে দ্রুত চিহ্নিত হতে পারে ক্যানসার।  স্তনের আশপাশে ব্যথা ও ফোলা ভাব, স্তনে ঘা কিংবা লালচে ভাব এই মারণরোগের লক্ষণ হতে পারে। 

5 / 8
স্তনবৃন্ত থেকে পুঁজের মতো তরল পদার্থ নির্গত হওয়া, স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়ার মতো লক্ষণ দেখলে শুরুতেই সাবধান হওয়া দরকার।

স্তনবৃন্ত থেকে পুঁজের মতো তরল পদার্থ নির্গত হওয়া, স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়ার মতো লক্ষণ দেখলে শুরুতেই সাবধান হওয়া দরকার।

6 / 8
স্তন ক্যানসারের আশঙ্কা আছে কি না বুঝতে ‘বিআরসিএ’ পরীক্ষা করাতে হয়। এটি একটি জিনগত পরীক্ষা। 

স্তন ক্যানসারের আশঙ্কা আছে কি না বুঝতে ‘বিআরসিএ’ পরীক্ষা করাতে হয়। এটি একটি জিনগত পরীক্ষা। 

7 / 8
 যদি পরীক্ষার ফল পজিটিভ আসে, তবে সতর্ক হওয়া দরকার। তবে পজিটিভ এলেই যে সেই ব্যক্তির স্তন ক্যানসার হবে, এমন নয়। কিন্তু সে ক্ষেত্রে রোগের আশঙ্কা বেশি থাকে। 

 যদি পরীক্ষার ফল পজিটিভ আসে, তবে সতর্ক হওয়া দরকার। তবে পজিটিভ এলেই যে সেই ব্যক্তির স্তন ক্যানসার হবে, এমন নয়। কিন্তু সে ক্ষেত্রে রোগের আশঙ্কা বেশি থাকে। 

8 / 8
Follow Us: