Weight Loss Tips: লাঞ্চের আগে খান এই খাবার, হু হু করে কমবে ওজন

খিদের চোটে অনেকেই খাবারে নিয়ন্ত্রণ রাখতে পারেন না। ফলে ওজন কমানোর ইচ্ছা থাকলেও অনেকে পারেন না। কিন্তু লাঞ্চের আগে এই খাবারগুলি খেলে আপনার খাওয়া থাকবে নিয়ন্ত্রণে। কমবে ফ্যাট।

| Updated on: Mar 02, 2024 | 9:30 AM
স্থূলতার বর্তমান সময়ের জ্বলন্ত সমস্যা। শরীরে মেদের আধিক্য ডেকে আনে অনেক রোগ। তাই অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলা একান্ত আবশ্যক।

স্থূলতার বর্তমান সময়ের জ্বলন্ত সমস্যা। শরীরে মেদের আধিক্য ডেকে আনে অনেক রোগ। তাই অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলা একান্ত আবশ্যক।

1 / 8
ওজন কমানোর জন্য খাদ্যাভ্যাসে বদল আনাও জরুরি। পাশাপাশি কী পরিমাণে খাবার খাওয়া হচ্ছে তাও গুরুত্বপূর্ণ।

ওজন কমানোর জন্য খাদ্যাভ্যাসে বদল আনাও জরুরি। পাশাপাশি কী পরিমাণে খাবার খাওয়া হচ্ছে তাও গুরুত্বপূর্ণ।

2 / 8
কিন্তু খিদের চোটে অনেকেই খাবারে নিয়ন্ত্রণ রাখতে পারেন না। ফলে ওজন কমানোর ইচ্ছা থাকলেও অনেকে পারেন না। কিন্তু লাঞ্চের আগে এই খাবারগুলি খেলে আপনার খাওয়া থাকবে নিয়ন্ত্রণে। কমবে ফ্যাট।

কিন্তু খিদের চোটে অনেকেই খাবারে নিয়ন্ত্রণ রাখতে পারেন না। ফলে ওজন কমানোর ইচ্ছা থাকলেও অনেকে পারেন না। কিন্তু লাঞ্চের আগে এই খাবারগুলি খেলে আপনার খাওয়া থাকবে নিয়ন্ত্রণে। কমবে ফ্যাট।

3 / 8
গ্রিন টি ওজন কমাতে দারুণ কাজ করে। খাবারের আগে গ্রিন টি খেতে পারেন। তাতে খিদেও কমবে, আবার শরীরে বিপাক ক্রিয়া বেড়ে হমজে সাহায্য করবে।

গ্রিন টি ওজন কমাতে দারুণ কাজ করে। খাবারের আগে গ্রিন টি খেতে পারেন। তাতে খিদেও কমবে, আবার শরীরে বিপাক ক্রিয়া বেড়ে হমজে সাহায্য করবে।

4 / 8
স্যুপ: খাদ্য তালিকায় সব্জির বিকল্প নেই। ওজন কমাতে মধ্যাহ্নভোজনের আগে সব্জি দিয়ে তৈরি স্যুপ খেতে পারেন। তাতে পেটও ভরে যাবে। ফলে লাঞ্চে কম খাবার খেলেও অসুবিধা হবে না।

স্যুপ: খাদ্য তালিকায় সব্জির বিকল্প নেই। ওজন কমাতে মধ্যাহ্নভোজনের আগে সব্জি দিয়ে তৈরি স্যুপ খেতে পারেন। তাতে পেটও ভরে যাবে। ফলে লাঞ্চে কম খাবার খেলেও অসুবিধা হবে না।

5 / 8
স্বাস্থ্যকর ফ্যাট: যে সব ফ্যাট স্বাস্থ্যের পক্ষে ভালো। সেগুলি লাঞ্চের আগে খেতে পারেন। এর জেরে শরীরে ফ্যাটের চাহিদ মিটবে। সেই সঙ্গে ক্ষতিকর ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে যেতে পারবেন।

স্বাস্থ্যকর ফ্যাট: যে সব ফ্যাট স্বাস্থ্যের পক্ষে ভালো। সেগুলি লাঞ্চের আগে খেতে পারেন। এর জেরে শরীরে ফ্যাটের চাহিদ মিটবে। সেই সঙ্গে ক্ষতিকর ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে যেতে পারবেন।

6 / 8
বাদাম, অ্যাভোকাডো, কিছু বীজে থাকে গুড ফ্যাট। এই ধরনের খাবার ওজন কমাতে খেতে পারেন।

বাদাম, অ্যাভোকাডো, কিছু বীজে থাকে গুড ফ্যাট। এই ধরনের খাবার ওজন কমাতে খেতে পারেন।

7 / 8
প্রোটিন সমৃদ্ধ খাবার: ওজন কমাতে প্রোটিন সমৃদ্ধ খাবার খান লাঞ্চের আগে। তাহলে পেট অনেকটা ভরে যাবে। লাঞ্চে কম খাবার খেলেও হবে না সমস্যা।

প্রোটিন সমৃদ্ধ খাবার: ওজন কমাতে প্রোটিন সমৃদ্ধ খাবার খান লাঞ্চের আগে। তাহলে পেট অনেকটা ভরে যাবে। লাঞ্চে কম খাবার খেলেও হবে না সমস্যা।

8 / 8
Follow Us: