জল খেতে ভুলে যান? ডিহাইড্রেশনের কোপ থেকে বাঁচতে মেনে চলুন এই ৫ টিপস্

Health Tips: সুস্থ থাকতে চাইলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল খেতেই হবে, এ কথা আর নতুন করে বলার থাকে না। কিন্তু কোনও কোনও দিন জল কম খাওয়া হয়ে যায়। আর সারাদিনের পরে মনে পড়ে, গোটা দিনে তো তেমনভাবে জলই খাওয়া হয়নি। কিন্তু এমনটা যদি বার বার হতে থাকে, তাহলে বিরাট সমস্যায় পড়বেন।

| Updated on: Mar 26, 2024 | 10:49 AM
সুস্থ থাকতে চাইলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল খেতেই হবে, এ কথা আর নতুন করে বলার থাকে না। কিন্তু কোনও কোনও দিন জল কম খাওয়া হয়ে যায়।

সুস্থ থাকতে চাইলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল খেতেই হবে, এ কথা আর নতুন করে বলার থাকে না। কিন্তু কোনও কোনও দিন জল কম খাওয়া হয়ে যায়।

1 / 8
আর সারাদিনের পরে মনে পড়ে, গোটা দিনে তো তেমনভাবে জলই খাওয়া হয়নি। কিন্তু এমনটা যদি বার বার হতে থাকে, তাহলে বিরাট সমস্যায় পড়বেন।

আর সারাদিনের পরে মনে পড়ে, গোটা দিনে তো তেমনভাবে জলই খাওয়া হয়নি। কিন্তু এমনটা যদি বার বার হতে থাকে, তাহলে বিরাট সমস্যায় পড়বেন।

2 / 8
ফলে সারাদিনে যদি পর্যাপ্ত পরিমাণে জল খেতে ভুলে যান, তাহলে এই কৌশলগুলো মেনে চলতে পারেন। এতে জল কম খেলেও তার মাত্রা পূরণ হয়ে যাবে।

ফলে সারাদিনে যদি পর্যাপ্ত পরিমাণে জল খেতে ভুলে যান, তাহলে এই কৌশলগুলো মেনে চলতে পারেন। এতে জল কম খেলেও তার মাত্রা পূরণ হয়ে যাবে।

3 / 8
শরীরে জলের পরিমাণ বাড়ানোর জন্য, আপনি এমন কিছু ফল এবং শাকসবজি খেতে পারেন, যাতে জলের পরিমাণ বেশি। প্রয়োজনে শরবতও সঙ্গে রাখতে পারেন।

শরীরে জলের পরিমাণ বাড়ানোর জন্য, আপনি এমন কিছু ফল এবং শাকসবজি খেতে পারেন, যাতে জলের পরিমাণ বেশি। প্রয়োজনে শরবতও সঙ্গে রাখতে পারেন।

4 / 8
লেবু-পুদিনা বা শসা-তুলসী পাতা দিয়েও জল খেতে পারেন। এতে জলের স্বাদও যেমন পাল্টাবে, সেই সঙ্গে জল খাওয়ার কথাও মনে পড়বে বার বার।

লেবু-পুদিনা বা শসা-তুলসী পাতা দিয়েও জল খেতে পারেন। এতে জলের স্বাদও যেমন পাল্টাবে, সেই সঙ্গে জল খাওয়ার কথাও মনে পড়বে বার বার।

5 / 8
প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ১ গ্লাস জল পান করার অভ্যাস করুন। দিনে যখনই খাবার খাবেন, তার আধা ঘণ্টা আগে অন্তত এক গ্লাস জল খান।

প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ১ গ্লাস জল পান করার অভ্যাস করুন। দিনে যখনই খাবার খাবেন, তার আধা ঘণ্টা আগে অন্তত এক গ্লাস জল খান।

6 / 8
প্রথম প্রথম মনে না থাকলেও ধীরে ধীরে এটি আপনার অভ্যাসে পরিণত হবে। এতে আপনার শরীরে জলের পরিমাণ ঠিক থাকবে। অনেক রোগ থেকে মুক্তি পাবেন।

প্রথম প্রথম মনে না থাকলেও ধীরে ধীরে এটি আপনার অভ্যাসে পরিণত হবে। এতে আপনার শরীরে জলের পরিমাণ ঠিক থাকবে। অনেক রোগ থেকে মুক্তি পাবেন।

7 / 8
শরীর হাইড্রেটেড রাখতে ফল খান। গরম আসতেই বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে। রোজ একটু করে তরমুজ খাওয়ার চেষ্টা করুন। এতে জলের ঘাটতি মিটবে।

শরীর হাইড্রেটেড রাখতে ফল খান। গরম আসতেই বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে। রোজ একটু করে তরমুজ খাওয়ার চেষ্টা করুন। এতে জলের ঘাটতি মিটবে।

8 / 8
Follow Us: