প্রত্যেক বছরই প্রচুর ছবি মুক্তি পায় অক্ষয় কুমারের। এবারও সেই ব্যতিক্রম হয়নি। ইন্ডাস্ট্রির সবচেয়ে ডিসিপ্লিন্ড অভিনেতার রোজ নামচাও সকলের জানা। ভোরে ওঠা, সময়ের কাজ থেকে বাড়ি ফেরা ৮ ঘণ্টার শুটিংয়ের পর। ছেলেমেয়ের সঙ্গে সময় কাটানো, তাঁদের লেখাপড়া দেখা... সরকারী চাকরির মতো কাজ করেন অক্ষয় কুমার। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কারও কুনজর পড়েছে অক্ষয়ের কেরিয়ারে। একের পর-এক ফ্লপ করছে তাঁর ছবি। বছরের শুরুটা হয়েছিল 'সূর্যবংশী' দিয়ে। তারপর একে-একে 'বচ্চন পাণ্ডে', 'পৃথ্বীরাজ', 'রক্ষাবন্ধন' ফ্লপ করেছে। এর কারণ এবার জানালেন বিখ্যাত জ্যোতিষী জগন্নাথ গুরুজি।