Akshay Kumar: অক্ষয়ের কপালে নাচছে রাহু, শনি; এই বছরটা একেবারেই ভাল না, পরপর ফ্লপ… সতর্ক করেছিলেন জ্যোতিষী

Astrology Predictions: কবে কমবে অক্ষয়ের শনি-রাহুর দোষ? কবে ফিরবে সুদিন?

| Edited By: | Updated on: Sep 02, 2022 | 7:30 AM
প্রত্যেক বছরই প্রচুর ছবি মুক্তি পায় অক্ষয় কুমারের। এবারও সেই ব্যতিক্রম হয়নি। ইন্ডাস্ট্রির সবচেয়ে ডিসিপ্লিন্ড অভিনেতার রোজ নামচাও সকলের জানা। ভোরে ওঠা, সময়ের কাজ থেকে বাড়ি ফেরা ৮ ঘণ্টার শুটিংয়ের পর। ছেলেমেয়ের সঙ্গে সময় কাটানো, তাঁদের লেখাপড়া দেখা... সরকারী চাকরির মতো কাজ করেন অক্ষয় কুমার। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কারও কুনজর পড়েছে অক্ষয়ের কেরিয়ারে। একের পর-এক ফ্লপ করছে তাঁর ছবি। বছরের শুরুটা হয়েছিল 'সূর্যবংশী' দিয়ে। তারপর একে-একে 'বচ্চন পাণ্ডে', 'পৃথ্বীরাজ', 'রক্ষাবন্ধন' ফ্লপ করেছে। এর কারণ এবার জানালেন বিখ্যাত জ্যোতিষী জগন্নাথ গুরুজি।

প্রত্যেক বছরই প্রচুর ছবি মুক্তি পায় অক্ষয় কুমারের। এবারও সেই ব্যতিক্রম হয়নি। ইন্ডাস্ট্রির সবচেয়ে ডিসিপ্লিন্ড অভিনেতার রোজ নামচাও সকলের জানা। ভোরে ওঠা, সময়ের কাজ থেকে বাড়ি ফেরা ৮ ঘণ্টার শুটিংয়ের পর। ছেলেমেয়ের সঙ্গে সময় কাটানো, তাঁদের লেখাপড়া দেখা... সরকারী চাকরির মতো কাজ করেন অক্ষয় কুমার। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কারও কুনজর পড়েছে অক্ষয়ের কেরিয়ারে। একের পর-এক ফ্লপ করছে তাঁর ছবি। বছরের শুরুটা হয়েছিল 'সূর্যবংশী' দিয়ে। তারপর একে-একে 'বচ্চন পাণ্ডে', 'পৃথ্বীরাজ', 'রক্ষাবন্ধন' ফ্লপ করেছে। এর কারণ এবার জানালেন বিখ্যাত জ্যোতিষী জগন্নাথ গুরুজি।

1 / 6
জগন্নাথ গুরুজি বলেছেন, "শুরুতেই বলেছিলাম এই বছরটা অক্ষয়ের জন্য খুব একটা ভাল নয়। ওর ধীরে খেলা উচিত ছিল শুরু থেকে। কিন্তু না, তা হল না। পরপর ছবি মুক্তি পেল ও ফ্লপ করল। সামনেই ওর 'কাটপুতলি' মুক্তি পাবে। কিন্তু সেটাও মাঝারি ফল করবে। 'রামসেতু'ও তাই।"

জগন্নাথ গুরুজি বলেছেন, "শুরুতেই বলেছিলাম এই বছরটা অক্ষয়ের জন্য খুব একটা ভাল নয়। ওর ধীরে খেলা উচিত ছিল শুরু থেকে। কিন্তু না, তা হল না। পরপর ছবি মুক্তি পেল ও ফ্লপ করল। সামনেই ওর 'কাটপুতলি' মুক্তি পাবে। কিন্তু সেটাও মাঝারি ফল করবে। 'রামসেতু'ও তাই।"

2 / 6
তবে এবার সামনে এল ফির হেরা ফেরি ছবির খবর, এই ছবির জন্য তিনি নাকি দাবি করেছেন ১০০ কোটি। এই খবর সামনে আসা মাত্রই ঝড়ের গতিতে তা ভাইরাল নেটপাড়ায়। কড়া সমালোচনার শিকারও হলেন তিনি।

তবে এবার সামনে এল ফির হেরা ফেরি ছবির খবর, এই ছবির জন্য তিনি নাকি দাবি করেছেন ১০০ কোটি। এই খবর সামনে আসা মাত্রই ঝড়ের গতিতে তা ভাইরাল নেটপাড়ায়। কড়া সমালোচনার শিকারও হলেন তিনি।

3 / 6
তবে অপেক্ষা ক্রমেই বাড়ছিল, তবে আসবে হেরি ফেরি ছবির তৃতীয় সিক্যুয়েল। এবার সেই ছবির পালা। গত ২ বছর ধরেই জল্পনা ছিল তুঙ্গে। এবার সেই ছবির পারিশ্রমিকের প্রসঙ্গ সামনে আসতেই ভাইরাল অক্ষয় কুমার।

তবে অপেক্ষা ক্রমেই বাড়ছিল, তবে আসবে হেরি ফেরি ছবির তৃতীয় সিক্যুয়েল। এবার সেই ছবির পালা। গত ২ বছর ধরেই জল্পনা ছিল তুঙ্গে। এবার সেই ছবির পারিশ্রমিকের প্রসঙ্গ সামনে আসতেই ভাইরাল অক্ষয় কুমার।

4 / 6
জ্যোতিষী জানিয়েছেন, ২০২৩ সালটা অক্ষয়ের জন্য খুব ভাল। এই বছরই তিনি নতুন ভাবে ফিরে আসবেন। অনেক বেশি ভাল কাজ করবেন। অনেক ভাল ফল করবে তাঁর ছবিগুলিও।

জ্যোতিষী জানিয়েছেন, ২০২৩ সালটা অক্ষয়ের জন্য খুব ভাল। এই বছরই তিনি নতুন ভাবে ফিরে আসবেন। অনেক বেশি ভাল কাজ করবেন। অনেক ভাল ফল করবে তাঁর ছবিগুলিও।

5 / 6
প্রথম ছবির পরই মুক্তি পায় ফির হেরা ফেরি। হেরা ফেরি ছবিকেও ছাপিয়ে এই ছবির জনপ্রিয়তা সকলের নজর কাড়ে। ছবির পরতে-পরতে জড়িয়ে থাকা নানান মজার সংলাপ সকলের মন জয় করেছিল। ছবিও বক্স অফিসে এক কথায় হিট।

প্রথম ছবির পরই মুক্তি পায় ফির হেরা ফেরি। হেরা ফেরি ছবিকেও ছাপিয়ে এই ছবির জনপ্রিয়তা সকলের নজর কাড়ে। ছবির পরতে-পরতে জড়িয়ে থাকা নানান মজার সংলাপ সকলের মন জয় করেছিল। ছবিও বক্স অফিসে এক কথায় হিট।

6 / 6
Follow Us: