Indian Women’s Football: ক্রোয়েশিয়ার ডায়নামো জাগ্রেবে সই দুই ভারতীয় ফুটবলারের

ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগ্রেবের হয়ে এ বার খেলবেন ভারতের মহিলা ফুটবল দলের দুই প্লেয়ার জ্যোতি চৌহান ও সৌম্যা গুগুলোথ। কলকাতায় অন্যতম সেরা মহিলা ফুটবলারদের নিয়ে একটি ট্রায়াল শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে নজর কাড়েন জ্যোতি ও সৌম্যা। এরপর ডায়নামো জাগ্রেবেও ট্রায়াল পর্বে সফল হন এই দুই ভারতীয় মহিলা ফুটবলার। এ বার তাঁদের সঙ্গে চুক্তি করল ডায়নামো জাগ্রেব।

| Edited By: | Updated on: Sep 02, 2022 | 8:45 AM
ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগ্রেবের হয়ে এ বার খেলবেন ভারতের মহিলা ফুটবল দলের দুই প্লেয়ার জ্যোতি চৌহান ও সৌম্যা গুগুলোথ। কলকাতায় অন্যতম সেরা মহিলা ফুটবলারদের নিয়ে একটি ট্রায়াল শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে নজর কাড়েন জ্যোতি ও সৌম্যা। এরপর ডায়নামো জাগ্রেবেও ট্রায়াল পর্বে সফল হন এই দুই ভারতীয় মহিলা ফুটবলার। এ বার তাঁদের সঙ্গে চুক্তি করল ডায়নামো জাগ্রেব। (ছবি- ইন্ডিয়ান ফুটবল টিম টুইটার)

ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগ্রেবের হয়ে এ বার খেলবেন ভারতের মহিলা ফুটবল দলের দুই প্লেয়ার জ্যোতি চৌহান ও সৌম্যা গুগুলোথ। কলকাতায় অন্যতম সেরা মহিলা ফুটবলারদের নিয়ে একটি ট্রায়াল শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে নজর কাড়েন জ্যোতি ও সৌম্যা। এরপর ডায়নামো জাগ্রেবেও ট্রায়াল পর্বে সফল হন এই দুই ভারতীয় মহিলা ফুটবলার। এ বার তাঁদের সঙ্গে চুক্তি করল ডায়নামো জাগ্রেব। (ছবি- ইন্ডিয়ান ফুটবল টিম টুইটার)

1 / 5
ভারতীয় মহিলা ফুটবলার বালা দেবীর নাম সকলেরই জানা। দেশের প্রথম মহিলা ফুটবলার হিসেবে বিদেশি পেশাদার ক্লাব রেঞ্জার্সে খেলেছেন তিনি। শুধু তাই নয়। স্কটিশ প্রিমিয়ার লিগে গোলও করেছেন বালা দেবী। তিনি ভারতের তরুণ মহিলা ফুটবলারদের অনুপ্রেরণা। (ছবি-টুইটার)

ভারতীয় মহিলা ফুটবলার বালা দেবীর নাম সকলেরই জানা। দেশের প্রথম মহিলা ফুটবলার হিসেবে বিদেশি পেশাদার ক্লাব রেঞ্জার্সে খেলেছেন তিনি। শুধু তাই নয়। স্কটিশ প্রিমিয়ার লিগে গোলও করেছেন বালা দেবী। তিনি ভারতের তরুণ মহিলা ফুটবলারদের অনুপ্রেরণা। (ছবি-টুইটার)

2 / 5
গত মরসুমে ইন্ডিয়ান্স উইমেন্স লিগের চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসিতে খেলেছিলেন জ্যোতি ও সৌম্যা। এ বার গোকুলমের দুই সতীর্থ খেলতে চলেছেন ক্রোট ক্লাবে। ডায়নামো জাগ্রেব ক্রোয়েশিয়ার অন্যতম সফল দলগুলির একটি।  (ছবি-টুইটার)

গত মরসুমে ইন্ডিয়ান্স উইমেন্স লিগের চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসিতে খেলেছিলেন জ্যোতি ও সৌম্যা। এ বার গোকুলমের দুই সতীর্থ খেলতে চলেছেন ক্রোট ক্লাবে। ডায়নামো জাগ্রেব ক্রোয়েশিয়ার অন্যতম সফল দলগুলির একটি। (ছবি-টুইটার)

3 / 5
ক্রোট ক্লাবে যোগ দিয়ে সৌম্যা বলেন, "দেশের বাইরে খেলার জন্য আমি ভীষণ রোমাঞ্চিত বোধ করছি। এটা আমার জন্য দারুণ সুযোগ। আমি কখনই ডায়নামোর মতো ক্লাবের হয়ে খেলার আশা করিনি। এটা আমার এবং আমার পরিবার ও আমার দেশের জন্য গর্বের। আশা করি এই মরসুমে নিজের সেরাটা দিতে পারব। যারা আমাকে সমর্থন করেছেন তাদের ধন্যবাদ জানাতে চাই। আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই।"

ক্রোট ক্লাবে যোগ দিয়ে সৌম্যা বলেন, "দেশের বাইরে খেলার জন্য আমি ভীষণ রোমাঞ্চিত বোধ করছি। এটা আমার জন্য দারুণ সুযোগ। আমি কখনই ডায়নামোর মতো ক্লাবের হয়ে খেলার আশা করিনি। এটা আমার এবং আমার পরিবার ও আমার দেশের জন্য গর্বের। আশা করি এই মরসুমে নিজের সেরাটা দিতে পারব। যারা আমাকে সমর্থন করেছেন তাদের ধন্যবাদ জানাতে চাই। আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই।"

4 / 5
সৌম্যার পাশাপাশি জ্যোতি বলেন, "এটা আমার জন্য একটা দুর্দান্ত সুযোগ। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি এই প্ল্যাটফর্মটা কাজে লাগানোর সুযোগ পেয়েছি। আমি এই প্ল্যাটফর্মটি ব্যবহার করব এবং আমার ১০০% উজাড় করে দেব। এবং আরও শেখার চেষ্টা করব। আরও ভালো পারফর্ম করার জন্য কঠোর পরিশ্রম করব।"

সৌম্যার পাশাপাশি জ্যোতি বলেন, "এটা আমার জন্য একটা দুর্দান্ত সুযোগ। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি এই প্ল্যাটফর্মটা কাজে লাগানোর সুযোগ পেয়েছি। আমি এই প্ল্যাটফর্মটি ব্যবহার করব এবং আমার ১০০% উজাড় করে দেব। এবং আরও শেখার চেষ্টা করব। আরও ভালো পারফর্ম করার জন্য কঠোর পরিশ্রম করব।"

5 / 5
Follow Us: