Indian Women’s Football: ক্রোয়েশিয়ার ডায়নামো জাগ্রেবে সই দুই ভারতীয় ফুটবলারের
ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগ্রেবের হয়ে এ বার খেলবেন ভারতের মহিলা ফুটবল দলের দুই প্লেয়ার জ্যোতি চৌহান ও সৌম্যা গুগুলোথ। কলকাতায় অন্যতম সেরা মহিলা ফুটবলারদের নিয়ে একটি ট্রায়াল শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে নজর কাড়েন জ্যোতি ও সৌম্যা। এরপর ডায়নামো জাগ্রেবেও ট্রায়াল পর্বে সফল হন এই দুই ভারতীয় মহিলা ফুটবলার। এ বার তাঁদের সঙ্গে চুক্তি করল ডায়নামো জাগ্রেব।
Most Read Stories