Indonesia Open 2022: মাত্র ৩৪ মিনিটেই লক্ষ্যকে উড়িয়ে দিলেন প্রণয়
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Jun 15, 2022 | 11:45 PM
জাকার্তায় চলতি ইন্দোনেশিয়া ওপেনের (Indonesia Open) প্রথম রাউন্ডেই বিশ্বের ৯ নম্বর প্লেয়ার লক্ষ্য সেন (Lakshya Sen) হেরে গেলেন ভারতীয় তারকা শাটলার এইচএস প্রণয়ের (HS Prannoy) কাছে। মাত্র ৩৪ মিনিয়ের লড়াইয়ে স্ট্রেট সেটে লক্ষ্যকে হারান প্রণয়।
Jun 15, 2022 | 11:45 PM
এ বারের ইন্দোনেশিয়া ওপেনের (Indonesia Open) প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল ভারতের উঠতি শাটলার লক্ষ্য সেনকে (Lakshya Sen)।
জাকার্তায় চলা ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ডে এইচএস প্রণয়ের (HS Prannoy) সামনে দাঁড়াতেই পারেননি বিশ্বের নয় নম্বরে থাকা লক্ষ্য।
মাত্র ৩৪ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে (২১-১০, ২১-৯) লক্ষ্য সেনকে ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ডে হারিয়েছেন প্রণয়।
মোট তিন বার মোট মুখোমুখি হলেন প্রণয় ও লক্ষ্য। এবং এই প্রথম বার লক্ষ্যর বিরুদ্ধে জিতলেন প্রণয়।