CWG 2022: বার্মিংহ্যাম কমনওয়েলথে ব্রোঞ্জ জুটেছে গুরুরাজার কপালে…

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) দ্বিতীয় দিন দেশকে দ্বিতীয় পদক এনে দেন ভারোত্তোলক গুরুরাজা পূজারি (Gururaja Poojary)। পুরুষদের ভারোত্তোলনের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন গুরুরাজা।

| Edited By: | Updated on: Jul 31, 2022 | 8:30 AM
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) দ্বিতীয় দিন দেশকে দ্বিতীয় পদক এনে দেন ভারোত্তোলক গুরুরাজা পূজারি (Gururaja Poojary)। পুরুষদের ভারোত্তোলনের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন গুরুরাজা। (ছবি-পিটিআই)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) দ্বিতীয় দিন দেশকে দ্বিতীয় পদক এনে দেন ভারোত্তোলক গুরুরাজা পূজারি (Gururaja Poojary)। পুরুষদের ভারোত্তোলনের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন গুরুরাজা। (ছবি-পিটিআই)

1 / 5
পুরুষদের ভারোত্তোলনের ৬১ কেজির স্ন্যাচ বিভাগে প্রথমবারের প্রচেষ্টায় গুরুরাজা তোলেন ১১৫ কেজি। এরপর দ্বিতীয় বারের প্রয়াসে তিনি তোলেন ১১৮ কেজি। স্ন্যাচের শেষ ও তৃতীয় বারে তিনি ১২০ কেজি তুলতে ব্যর্থ হন।  (ছবি-পিটিআই)

পুরুষদের ভারোত্তোলনের ৬১ কেজির স্ন্যাচ বিভাগে প্রথমবারের প্রচেষ্টায় গুরুরাজা তোলেন ১১৫ কেজি। এরপর দ্বিতীয় বারের প্রয়াসে তিনি তোলেন ১১৮ কেজি। স্ন্যাচের শেষ ও তৃতীয় বারে তিনি ১২০ কেজি তুলতে ব্যর্থ হন। (ছবি-পিটিআই)

2 / 5
স্ন্যাচে ১১৮ কেজি সেরা তোলার পর, ক্লিন অ্যান্ড জার্কে প্রথমবারে প্রয়াসে ১৪৪ কেজি তোলেন গুরুরাজা। এবং দ্বিতীয় প্রয়াসে ১৪৮ কেজি তুলে নেন তিনি। (ছবি-পিটিআই)

স্ন্যাচে ১১৮ কেজি সেরা তোলার পর, ক্লিন অ্যান্ড জার্কে প্রথমবারে প্রয়াসে ১৪৪ কেজি তোলেন গুরুরাজা। এবং দ্বিতীয় প্রয়াসে ১৪৮ কেজি তুলে নেন তিনি। (ছবি-পিটিআই)

3 / 5
তবে ক্লিন অ্যান্ড জার্কে তৃতীয় প্রয়াসে ১৫১ কেজি তুলে তৃতীয় স্থানে পৌঁছে যান তিনি। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২৬৯ কেজি তুলে ব্রোঞ্জ পেয়েছেন গুরুরাজা। (ছবি-পিটিআই)

তবে ক্লিন অ্যান্ড জার্কে তৃতীয় প্রয়াসে ১৫১ কেজি তুলে তৃতীয় স্থানে পৌঁছে যান তিনি। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২৬৯ কেজি তুলে ব্রোঞ্জ পেয়েছেন গুরুরাজা। (ছবি-পিটিআই)

4 / 5
গুরুরাজা যে বিভাগে তৃতীয় হয়েছেন, তাতে মালয়েশিয়ার বিন বিদিন মহম্মদ ২৮৫ কেজি তুলে সোনা জিতেছেন। পাপুয়া নিউগিনির মোরেয়া বারো ২৭৩ কেজি তুলে রুপো পেয়েছেন। (ছবি-পিটিআই)

গুরুরাজা যে বিভাগে তৃতীয় হয়েছেন, তাতে মালয়েশিয়ার বিন বিদিন মহম্মদ ২৮৫ কেজি তুলে সোনা জিতেছেন। পাপুয়া নিউগিনির মোরেয়া বারো ২৭৩ কেজি তুলে রুপো পেয়েছেন। (ছবি-পিটিআই)

5 / 5
Follow Us: