Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PV Sindhu: ব্যাডমিন্টনের ‘হিরে’ সিন্ধুর নজর আসল হীরায়…

বর্তমানে গুজরাতে চলছে ৩৬ তম জাতীয় গেমস। এ বারের জাতীয় গেমসে চোটের কারণে অংশগ্রহণ করতে পারেননি পিভি সিন্ধু (PV Sindhu)। তবে সুরাটে রয়েছেন অলিম্পিক জোড়া পদকজয়ী ভারতীয় তারকা পিভি সিন্ধু। ব্যাডমিন্টন ইভেন্টের উদ্বোধনও করেন তিনি। এ বার সিন্ধু গেলেন হিরে পালিশ দেখতে।

| Edited By: | Updated on: Oct 02, 2022 | 8:30 AM
বর্তমানে গুজরাতে চলছে ৩৬ তম জাতীয় গেমস। এ বারের জাতীয় গেমসে চোটের কারণে অংশগ্রহণ করতে পারেননি পিভি সিন্ধু (PV Sindhu)। তবে সুরাটে রয়েছেন অলিম্পিক জোড়া পদকজয়ী ভারতীয় তারকা পিভি সিন্ধু। ব্যাডমিন্টন ইভেন্টের উদ্বোধনও করেন তিনি। (ছবি-সাই মিডিয়া)

বর্তমানে গুজরাতে চলছে ৩৬ তম জাতীয় গেমস। এ বারের জাতীয় গেমসে চোটের কারণে অংশগ্রহণ করতে পারেননি পিভি সিন্ধু (PV Sindhu)। তবে সুরাটে রয়েছেন অলিম্পিক জোড়া পদকজয়ী ভারতীয় তারকা পিভি সিন্ধু। ব্যাডমিন্টন ইভেন্টের উদ্বোধনও করেন তিনি। (ছবি-সাই মিডিয়া)

1 / 5
সুরাটে এ বার ব্যাডমিন্টনের 'হিরে' পিভি সিন্ধু গেলেন আসল হিরে পালিশ (diamond polishing) দেখতে। (ছবি-সাই মিডিয়া)

সুরাটে এ বার ব্যাডমিন্টনের 'হিরে' পিভি সিন্ধু গেলেন আসল হিরে পালিশ (diamond polishing) দেখতে। (ছবি-সাই মিডিয়া)

2 / 5
সুরাটকে 'ল্যান্ড অব ডায়মন্ড' বলা হয়ে থাকে। সেই সুরাটেই হিরে পালিশ কীভাবে হয়, তা দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতীয় শাটলার সিন্ধুকে। (ছবি-সাই মিডিয়া)

সুরাটকে 'ল্যান্ড অব ডায়মন্ড' বলা হয়ে থাকে। সেই সুরাটেই হিরে পালিশ কীভাবে হয়, তা দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতীয় শাটলার সিন্ধুকে। (ছবি-সাই মিডিয়া)

3 / 5
চোট নিয়ে ফাইনালে খেলেও বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে সোনা জিতে দেশে ফিরেছিলেন পিভি সিন্ধু। (ছবি-সাই মিডিয়া)

চোট নিয়ে ফাইনালে খেলেও বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে সোনা জিতে দেশে ফিরেছিলেন পিভি সিন্ধু। (ছবি-সাই মিডিয়া)

4 / 5
সেই চোটের জন্যই বিশ্বচ্যাম্পিয়নশিপে নামেননি সিন্ধু। তার পর জাতীয় গেমসেও অংশ নিলেন না সিন্ধু। তবে ভারতীয় তারকা উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে নানা ইভেন্টে উপস্থিত থাকছেন। (ছবি-সাই মিডিয়া)

সেই চোটের জন্যই বিশ্বচ্যাম্পিয়নশিপে নামেননি সিন্ধু। তার পর জাতীয় গেমসেও অংশ নিলেন না সিন্ধু। তবে ভারতীয় তারকা উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে নানা ইভেন্টে উপস্থিত থাকছেন। (ছবি-সাই মিডিয়া)

5 / 5
Follow Us: