শনিবার রাতে ঘরের মাঠে সহজ জয় ইন্টার মিলানের। ৩-০ গোলে স্পেজিয়াকে উড়িয়ে দেয় লুকাকু-মার্টিনেজরা। মরসুমের প্রথম দুটি ম্যাচেই জয় পেল ২০২০-২১ সালের চ্যাম্পিয়নরা।(ছবি:টুইটার)
ম্যাচের ৩৫ মিনিটেই এগিয়ে যায় ইন্টার মিলান। লুকাকুর পাস থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ। ১-০ গোলে বিরতিতে যায় তাঁরা।(ছবি:টুইটার)
স্পেজিয়ার বিরুদ্ধে বিরতির পরও আক্রমণ বজায় রাখে ইন্টার। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান হাকান কালহানোগ্লু। (ছবি:টুইটার)
ম্যাচের ৮২ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন পরিবর্ত হিসেবে নামা জোয়াকুইন কোরেয়া। (ছবি:টুইটার)
চলতি মরসুমে এই নিয়ে প্রথম দুটি ম্যাচে জয় পেল ইন্টার। ৬ পয়েন্ট নিয়ে এইমুহূর্তে টেবিলের শীর্ষে রয়েছে রোমেলু লুকাকুরা। (ছবি:টুইটার)