IPL 2021 Points Table: ধোনির চেন্নাইকে হারিয়ে ফাস্ট বয় পন্থের দিল্লি

সোমবার আইপিএলের (IPL) ৫০ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পয়েন্ট টেবলের এক নম্বর ও দু'নম্বরে থাকা দুটি দলের মধ্যে ছিল লড়াইটা। গুরু-শিষ্যের লড়াইয়ে প্রথম পর্বে শিষ্যের কাছে হেরেছিল গুরু। দ্বিতীয় পর্বেও সেই ঘটনার পুনরাবৃত্তি হল। মরুশহরে পন্থের দলের কাছে হেরে লিগ টেবলের শীর্ষস্থান হাতছাড়া করল ধোনির সিএসকে। এখনও পর্যন্ত আইপিএলে মোট ৫০টি ম্যাচ হয়েছে। জেনে নিন এই ৫০টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের (Points Table) শীর্ষে রয়েছে কোন দল...

| Edited By: | Updated on: Oct 05, 2021 | 1:17 PM
সোমবার গুরু-শিষ্যের লড়াইয়ে চেন্নাইকে হারিয়ে লিগ টেবলের মগডালে পৌঁছে গিয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত খেলা ১৩টি ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছেন ধাওয়ানরা। দিল্লির নেট রান রেট +০.৫২৬। পয়েন্ট - ২০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

সোমবার গুরু-শিষ্যের লড়াইয়ে চেন্নাইকে হারিয়ে লিগ টেবলের মগডালে পৌঁছে গিয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত খেলা ১৩টি ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছেন ধাওয়ানরা। দিল্লির নেট রান রেট +০.৫২৬। পয়েন্ট - ২০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

1 / 5
পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে নেমে এসেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তারা প্লে অফের জন্য কোয়ালিফাইও করা প্রথম দল। এখনও পর্যন্ত খেলা ১৩টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +০.৭৩৯। পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে নেমে এসেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তারা প্লে অফের জন্য কোয়ালিফাইও করা প্রথম দল। এখনও পর্যন্ত খেলা ১৩টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +০.৭৩৯। পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

2 / 5
পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রবিবার পঞ্জাবকে হারিয়ে প্লে অফ পাকা করে ফেলেছেন ম্যাক্সিরা। আরসিবির নেট রান রেট -০.১৫৭। পয়েন্ট - ১৬। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রবিবার পঞ্জাবকে হারিয়ে প্লে অফ পাকা করে ফেলেছেন ম্যাক্সিরা। আরসিবির নেট রান রেট -০.১৫৭। পয়েন্ট - ১৬। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

3 / 5
পয়েন্ট টেবলের চতুর্থ স্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট +০.২৯৪। পয়েন্ট - ১২। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের চতুর্থ স্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট +০.২৯৪। পয়েন্ট - ১২। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

4 / 5
লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে কেএল রাহুলের পঞ্জাব কিংস। মায়াঙ্কদের নেট রান রেট -০.২৪১। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে কেএল রাহুলের পঞ্জাব কিংস। মায়াঙ্কদের নেট রান রেট -০.২৪১। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

5 / 5
Follow Us: