Janhvi Kapoor Relationship: তবে কি বিতর্কেই থাকতে চান জাহ্নবী! নেটিজ়েনদের হাতে তুলে দিলেন বড় অস্ত্র

Janhvi Kapoor: যদিও জাহ্নবী জানতেন তাঁর এই উত্তর পলকে ভাইরাল হয়ে উঠবে তবুও সত্যি মন্তব্য করতে বিরত থাকেননি তিনি।

| Edited By: | Updated on: Dec 25, 2022 | 11:55 AM
বেশকয়েক দিন ধরে সিনে-পাড়ায় সম্পর্ক ঘিরে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। বিটাউন বক্স অফিসে সেভাবে পসার জমাতে না পারলেও সর্বদাই খবরে তাঁর উপস্থিতি বর্তমান। ‌

বেশকয়েক দিন ধরে সিনে-পাড়ায় সম্পর্ক ঘিরে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। বিটাউন বক্স অফিসে সেভাবে পসার জমাতে না পারলেও সর্বদাই খবরে তাঁর উপস্থিতি বর্তমান। ‌

1 / 6
দাপটের সঙ্গে নয়, আমার মায়ের ঐতিহ্য বজায় রেখেই কাজ করতে চাই। যখন সত্যি অনেক প্রজেক্ট একসঙ্গে পেয়ে যাই, তখন মনে হয়, এটা আমার জন্য ডিসঅ্যাডভান্টেজ, এমনটাই জানান তিনি।

দাপটের সঙ্গে নয়, আমার মায়ের ঐতিহ্য বজায় রেখেই কাজ করতে চাই। যখন সত্যি অনেক প্রজেক্ট একসঙ্গে পেয়ে যাই, তখন মনে হয়, এটা আমার জন্য ডিসঅ্যাডভান্টেজ, এমনটাই জানান তিনি।

2 / 6
সেই নিয়েও চর্চা তুঙ্গে। বেশি কাজ পাওয়াও সমস্যার বলে জানান অভিনেত্রী। তাঁর কথায়, আমি কঠিন পরিশ্রম করতেই পছন্দ করি। আমি আমার লক্ষ্যে স্থির।

সেই নিয়েও চর্চা তুঙ্গে। বেশি কাজ পাওয়াও সমস্যার বলে জানান অভিনেত্রী। তাঁর কথায়, আমি কঠিন পরিশ্রম করতেই পছন্দ করি। আমি আমার লক্ষ্যে স্থির।

3 / 6
উত্তরে জাহ্নবী কাপুর সামান্য ভেবে জানান হ্যাঁ। যদিও তিনি জানতেন তার এই উত্তর পলকে ভাইরাল হয়ে উঠবে তবুও সত্যি মন্তব্য করতে বিরl থাকেননি তিনি। তাঁর ব্যক্তিগত সম্পর্কের জল্পনার জল ঠিক কতটা গড়িয়েছে, তা এক কথায় বলা বাহুল্য।

উত্তরে জাহ্নবী কাপুর সামান্য ভেবে জানান হ্যাঁ। যদিও তিনি জানতেন তার এই উত্তর পলকে ভাইরাল হয়ে উঠবে তবুও সত্যি মন্তব্য করতে বিরl থাকেননি তিনি। তাঁর ব্যক্তিগত সম্পর্কের জল্পনার জল ঠিক কতটা গড়িয়েছে, তা এক কথায় বলা বাহুল্য।

4 / 6
আউটিং থেকে শুরু করে ডেটিং, জাহ্নবীর কাপুরের মনে এখন ওরহানের সঙ্গেই বেশ ঘনিষ্ঠ। বিটাউনের বহুস্টারের সঙ্গে সম্পর্কের জল্পনা সামনে উঠে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটপাড়ায়।

আউটিং থেকে শুরু করে ডেটিং, জাহ্নবীর কাপুরের মনে এখন ওরহানের সঙ্গেই বেশ ঘনিষ্ঠ। বিটাউনের বহুস্টারের সঙ্গে সম্পর্কের জল্পনা সামনে উঠে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটপাড়ায়।

5 / 6
রাজকুমার-জাহ্নবী- রাজকুমার ও জাহ্নবী কাপুর জুটি আবারও ফিরছে পর্দায়। এই জুটির ছবি মিস্টার এন্ড মিসেস মাহি মুক্তি পেতে চলেছে পর্দায়।

রাজকুমার-জাহ্নবী- রাজকুমার ও জাহ্নবী কাপুর জুটি আবারও ফিরছে পর্দায়। এই জুটির ছবি মিস্টার এন্ড মিসেস মাহি মুক্তি পেতে চলেছে পর্দায়।

6 / 6
Follow Us: