Ranbir-Deepika: কাপুর পরিবারকে ‘কলুষিত’ করার চেষ্টা! দীপিকার উপর মারাত্মক রেগে যান ঋষি
Ranbir-Deepika: এই মুহূর্তে বলিউডে অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক তাঁরই ঝুলিতে। তিনি দীপিকা পাড়ুকোন। তবে জানেন কি এই দীপিকার উপরেই একদা বেজায় রেগে গিয়েছিলেন ঋষি কাপুর। অভিযোগ ছিল, কাপুর পরিবারের সম্মান নষ্ট করেছেন দীপিকা। এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে কাপুর পরিবারের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরকে নাক গলাতে হয় গোটা বিষয়ে।
Most Read Stories