Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Real Madrid: অ্যাওয়ে ম্যাচে রিয়ালের জয়, বেঞ্জেমার নজির

Karim Benzema: অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ। গোল করেন করিম বেঞ্জেমা এবং টনি ক্রুজ। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্য়বধান বাড়তে দিল না রিয়াল। ম্যাচ জিতেও ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তি।

| Edited By: | Updated on: Jan 23, 2023 | 7:30 AM
অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ। গোল করেন করিম বেঞ্জেমা এবং টনি ক্রুজ। (ছবি : টুইটার)

অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ। গোল করেন করিম বেঞ্জেমা এবং টনি ক্রুজ। (ছবি : টুইটার)

1 / 8
রিয়াল মাদ্রিদের জার্সিতে সর্বাধিক গোলস্কোরারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন করিম বেঞ্জেমা। রিয়ালের কিংবদন্তি ফুটবলার রাউল গঞ্জালেজের পরই বেঞ্জেমা। (ছবি : টুইটার)

রিয়াল মাদ্রিদের জার্সিতে সর্বাধিক গোলস্কোরারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন করিম বেঞ্জেমা। রিয়ালের কিংবদন্তি ফুটবলার রাউল গঞ্জালেজের পরই বেঞ্জেমা। (ছবি : টুইটার)

2 / 8
বিলবাওয়ের বিরুদ্ধে এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্য়বধান বাড়তে দিল না রিয়াল। (ছবি : টুইটার)

বিলবাওয়ের বিরুদ্ধে এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্য়বধান বাড়তে দিল না রিয়াল। (ছবি : টুইটার)

3 / 8
 দু-দলই ১৭টি করে ম্যাচ খেলেছে। বার্সেলোনার থেকে মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। (ছবি : টুইটার)

দু-দলই ১৭টি করে ম্যাচ খেলেছে। বার্সেলোনার থেকে মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। (ছবি : টুইটার)

4 / 8
বিলবাওয়ের ঘরের মাঠে রিয়ালের গোলের খাতা খোলেন ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা। ম্যাচের ২৪ মিনিটে ম্য়াচের প্রথম গোল তারই। (ছবি : টুইটার)

বিলবাওয়ের ঘরের মাঠে রিয়ালের গোলের খাতা খোলেন ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা। ম্যাচের ২৪ মিনিটে ম্য়াচের প্রথম গোল তারই। (ছবি : টুইটার)

5 / 8
বেশ কিছু সুযোগ তৈরি হলেও ব্য়বধান কিছুতেই বাড়ছিল না। অবশেষে নির্ধারিত সময়ের শেষ মিনিটে রিয়ালের পক্ষে স্কোর লাইন ২-০ করেন টনি ক্র্ুজ। (ছবি : টুইটার)

বেশ কিছু সুযোগ তৈরি হলেও ব্য়বধান কিছুতেই বাড়ছিল না। অবশেষে নির্ধারিত সময়ের শেষ মিনিটে রিয়ালের পক্ষে স্কোর লাইন ২-০ করেন টনি ক্র্ুজ। (ছবি : টুইটার)

6 / 8
ম্যাচ জিতেও ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তি। তবে পারফরম্যান্সের কারণে নয়। তাঁর বিরক্তি ভিনিসিয়াসের প্রতি প্রতিপক্ষ, রেফারি, প্রতিপক্ষ ফ্যানের উপর। (ছবি : টুইটার)

ম্যাচ জিতেও ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তি। তবে পারফরম্যান্সের কারণে নয়। তাঁর বিরক্তি ভিনিসিয়াসের প্রতি প্রতিপক্ষ, রেফারি, প্রতিপক্ষ ফ্যানের উপর। (ছবি : টুইটার)

7 / 8
রিয়াল মাদ্রিদ কোচ মনে করেন, সকলেই ভিনিসিয়াসকে অপমান করেন। যা নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ আন্সেলোত্তি। বারবার বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াসকে নিয়ে এই পরিস্থিতিতে বিরক্ত রিয়াল কোচ। (ছবি : টুইটার)

রিয়াল মাদ্রিদ কোচ মনে করেন, সকলেই ভিনিসিয়াসকে অপমান করেন। যা নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ আন্সেলোত্তি। বারবার বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াসকে নিয়ে এই পরিস্থিতিতে বিরক্ত রিয়াল কোচ। (ছবি : টুইটার)

8 / 8
Follow Us: