'কসবা অর্ঘ্য' নাট্যদলের নাটক 'ম্যাকবেথ বাদ্য'।
পাহাড়ি গ্রাম ইচ্ছেগাঁওতে শো হয়েছে নাটকের।
সোমবার (০৬.১২.২০২১) নাটকের শো হয় কালিম্পংয়ের এই গ্রামে।
থিয়েটারের নতুন ভাষার সন্ধানে এই নাট্যদল।
পাহাড়ি ঠান্ডা পরিবেশে অভিনয় করেন ঐশিক রায় চৌধুরী।
নন-প্রসেনিয়াম স্পেসেই হয় নাটকের শো। অত্যন্ত কম খরচে হয়েছে।
ডিসেম্বরের ঠান্ডাতেও দর্শক কম হয়নি নাটকের।